কাল দীর্ঘায়ন কাকে বলে?
কাল দীর্ঘায়ন কাকে বলে?
পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল থাকার কারণে কাল বা সময় বিলম্বিত হওয়া বা ধীরে চলাকে ‘কাল দীর্ঘায়ন’ বলে।
সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? কোনো ইলেকট্রন একটি প্রধান শক্তিস্তরের কোন উপস্তরে আছে তা প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে।
আধান কি? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে।
আপতন কোণ কাকে বলে? আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের লম্বের সাথে যে কোণ করে তাকে আপতন কোণ বলে।অর্থাৎ আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে।
বিগ ব্যাং কী? বিজ্ঞানীদের ধারণা, সুদূর অতীতে এক মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের উৎপত্তি হয়েছিল। এ ঘটনাকে বিগ ব্যাং বলে।
টেলিস্কোপ কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তুকে স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যায় তাকে টেলিস্কোপ বলে।
বায়োমাস শক্তি কি? যেসব উদ্ভিজ্জ ও প্রাণিজ জৈব পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায় তাদেরকে বায়োমাস বলে।