Similar Posts
শক্তি কি?
শক্তি কি? কোনো বস্তুর কাজ করার সমর্থ্যকে শক্তি বলে। বস্তু সর্বমোট যতটুকু কাজ করতে পারে তা দিয়েই বস্তুর শক্তির পরিমাপ করা হয়। শক্তি একটি স্কেলার রাশি। মাত্রা : ML2T-2 একক: জুল বা Joule (J)।
খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক দূরত্ব শূন্য হয় কেন?
খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক দূরত্ব শূন্য হয় কেন? খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু মূলত যে স্থান থেকে নিক্ষেপ করা হয় সে স্থানেই আবার পতিত হয়। অর্থাৎ বস্তুটির সমস্ত সরণ উলম্ব দিকে ঘটে। কিন্তু অনুভূমিক দিকে কোনো সরণ ঘটে না। এজন্যই খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক দূরত্ব শূন্য হয়।
তড়িৎ চুম্বকীয় আবেশ কী? | তাড়িতচৌম্বক আবেশ কী?
তড়িৎ চুম্বকীয় আবেশ কী? কোনো বদ্ধ কুন্ডলীর মধ্যদিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে কুন্ডলীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক বল বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়াকে তড়িৎ চৌম্বকীয় আবেশ বলে।
টেসলা কাকে বলে?
টেসলা কাকে বলে? চৌম্বক ক্ষেত্রের কোনো অবস্থানে একক বেগে কোনো একক চার্জের ধনাত্মক কণা চৌম্বক ক্ষেত্রের (B) লম্বদিকে গতিশীল হওয়ায় ঐ কণাটি যদি একক মানের চৌম্বক বল অনুভব করে, তাহলে ঐ অবস্থানের চৌম্বক ক্ষেত্রের মানকে টেসলা বলে।
স্ক্যানিং কাকে বলে?
স্ক্যানিং কাকে বলে? মোজাইক পর্দার উপর ইলেকট্রনগান থেকে নির্গত রশ্মি বা ইলেকট্রন বীমের অগ্রপশ্চাৎ ও উপরে নিচে আসা যাওয়াকে স্ক্যানিং বলে।
তড়িৎ দ্বিমেরু কাকে বলে? | তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে?
তড়িৎ দ্বিমেরু কাকে বলে? দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু আধান q এবং -q খুব কাছাকাছি স্থাপিত হলে এদেরকে তড়িৎ দ্বিমেরু বলে। তড়িৎ দ্বিমেরুর একক হলো কুলম্ব -মিটার (Cm)। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? তড়িৎ দ্বিমেরুর যেকোনো একটি আধান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। যে বিন্দুর প্রাবল্য নির্ণয় করতে হবে, সে বিন্দুটি…