স্বকীয় আবেশ কাকে বলে?
স্বকীয় আবেশ কাকে বলে?
কুণ্ডলীতে প্রবাহ পরিবর্তনের ফলে তার নিজের ভিতরেই একটি তাড়িতচৌম্বকীয় আবেশ ঘটে। এ ধরনের তাড়িতচৌম্বকীয় আবেশকে স্বকীয় আবেশ বলে।
কুণ্ডলীতে প্রবাহ পরিবর্তনের ফলে তার নিজের ভিতরেই একটি তাড়িতচৌম্বকীয় আবেশ ঘটে। এ ধরনের তাড়িতচৌম্বকীয় আবেশকে স্বকীয় আবেশ বলে।
বন্দুক থেকে গুলি বের হলে কার গতিশক্তি বেশি হবে? আমরা জানি, কোনো বস্তুর গতিশক্তি বস্তুর ভর ও গতিবেগের ওপর নির্ভরশীল। বন্দুক ও গলির ভরের মধ্যে বন্দুকের ভর অনেক বেশি। আবার, বন্দুকের বেগের চেয়ে গুলির বেগ অনেক বেশি হয়। কিন্তু গতিশক্তি ভরের সমানুপাতিক হলেও বেগের বর্গের সমানুপাতিক হওয়ায় বন্দুকের তুলনায় গুলির গতিশক্তি বেশি হবে।
চৌম্বক দ্বিপোল ভ্রামক কাকে বলে? একটি চুম্বক বা চৌম্বক দ্বিপোলের যেকোনো একটি মেরুশক্তির মান মরুশক্তির মান ও চৌম্বক দৈর্ঘ্যের গুণফলকে ঐ চুম্বক বা চৌম্বক দ্বিপোলের ভ্রামক বলে।
তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কাকে বলে? কোন তড়িৎক্ষেত্রে চুম্বক বলরেখার মধ্যে ইলেকট্রন আধানের দ্রুত আন্দোলন বা হ্রাসবৃদ্ধি ঘটলে ইলেকট্রনগুলো অতিরিক্ত শক্তি অর্জন করে বলরেখার সমান্তরালে শক্তি বিকিরণ যা তরঙ্গাকারে চারদিকে দ্রুতবেগে ছড়িয়ে পড়ে। একে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। শূন্যমাধ্যমে আলোর সঞ্চালন গতি বা দ্রুতিতে গতিশীল তড়িৎ ও চুম্বকশক্তি আলোড়িত হয়। এক্ষেত্রে তড়িৎ এবং চৌম্বকক্ষেত্রে পরস্পর লম্ব…
বায়োমাস শক্তি কি? যেসব উদ্ভিজ্জ ও প্রাণিজ জৈব পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায় তাদেরকে বায়োমাস বলে।
ঘর্ষণ কাকে বলে? একটি বস্তুর যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে যা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, এ বাধাকে ঘর্ষণ বলে। দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে তা হলে বস্তুদ্বয়ের স্পর্শ তলে এই গতির…
তাপ গতীয় প্রক্রিয়া কি? কোনো ব্যবস্থার তাপগতীয় স্থানাঙ্ক সমূহের যে কোনো পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলে। তাপ গতিবিদ্যায় ব্যবস্থার অবস্থা চাপ (P), আয়তন (V) ও পরম তাপমাত্রার (T) সাহায্যে প্রকাশ করা হয়। এ রাশিগুলিকে তাপগতীয় স্থানাঙ্ক বা তাপগতীয় চলরাশি বলে। তাপগতীয় স্থানাঙ্কের সাহায্যে কোন বস্তু বা ব্যবস্থার অবস্থা প্রকাশ করলে সে অবস্থাকে তাপগতীয় অবস্থা বলে। যে…