স্বাবেশ কাকে বলে?
স্বাবেশ কাকে বলে?
কোনো বর্তনীর নিজ প্রবাহের দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মাত্রা পরিবর্তনের ফলে বর্তনীতে একটি তড়িচ্চালক বল আবিষ্ট হয়। এ ঘটনাকে স্বাবেশ বলা হয়।
স্বাবেশ কাকে বলে?
কোনো বর্তনীর নিজ প্রবাহের দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মাত্রা পরিবর্তনের ফলে বর্তনীতে একটি তড়িচ্চালক বল আবিষ্ট হয়। এ ঘটনাকে স্বাবেশ বলা হয়।
ইলেক্ট্রোস্কোপ কী? যে যন্ত্রের সাহায্যে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে ইলেক্ট্রোস্কোপ বলে।
উল্কা কাকে বলে? অনেক সময় আকাশে ছোট আগুনের গোলা ছুটে যেতে দেখা যায়। মনে হয় যেন একটি তারা একস্থান থেকে অন্যস্থানে যাচ্ছে। এরা আসলে নক্ষত্র বা তারা নয়। এদের বলা হয় উল্কা। অতিক্ষুদ্র গ্রহগত শিলা খণ্ড যখন পৃথিবীর কাছাকাছি এসে গেলে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে প্রবল বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে বায়ুর সাথে সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়ে জ্বলে…
অনুচুম্বক কেন সৃষ্টি হয়? অণুচুম্বক সৃষ্টি হয় ইলেকট্রনের কক্ষীয় গতি ও ঘূর্ণন গতির কারণে।
এক সাথে অনেকগুলো সৈন্য ব্রীজের উপর দিয়ে মার্চ করে যাওয়া সঠিক নয় কেন? কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পনের কম্পাঙ্কের চেয়ে ভিন্নতর হলে বস্তুটি প্রথমে অনিয়মিতভাবে কম্পিত হতে থাকে এবং একসময় আরোপিত কম্পনের কম্পাঙ্কে কম্পিত হতে থাকে। এ ধরনের কম্পনকে পরমশ কম্পন বলে। ব্রীজের উপর দিয়ে সৈন্যদের মার্চ করে যেতে দিলে…
গাড়ির পার্টসে মবিল ব্যবহার করা হয় কেন? ঘর্ষণ কমানোর জন্য গাড়ির পার্টসে মবিল ব্যবহার করা হয়। দুটি তলের মধ্যবর্তী স্থানে যখন মবিল ব্যবহার করা হয় তখন ঘর্ষণের পরিমাণ অনেকাংশে কমে যায়। গাড়ির পার্টসের মধ্যবর্তী স্থানে তাই মবিল ব্যবহার করা হয়।
সীমাবদ্ধ ভেক্টর বা বদ্ধ ভেক্টর কাকে বলে? কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছেমতো পছন্দ করতে দেওয়া না হয় অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয় তাহলে সেই ভেক্টরকে বদ্ধ ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর (Localised Vector) বলে।