May and Might এর ব্যবহার!

কোন কিছু হইতে পারে বা ঘটিতে পারে এইরূপ অনিশ্চিত সম্ভাবনা বুঝালে May অথবা Might ব্যবহৃত হয়ে থাকে । তবে May অপেক্ষা Might অধিক কম সম্ভাবনা বুঝায় ।

যেমন-

  • It may rain.- বৃষ্টি হতে পারে ।
  • It might rain – বৃষ্টি হতেও পারে ।
  • He may come – তিনি আসতে পারেন ।
  •  He might come – তিনি আসতেও পারেন ।
  •  She may be happy – তিনি সুখী হইতে পারেন ।
  •  She might be happy – তিনি সুখী হইতেও পারেন ।

কাহারো অনুমতি চাইতে Interrogative Sentence এ  May ব্যবহৃত হয়ে থাকে ।

যেমন-

  • May I come in ? –  আমি কি আসতে পারি ?
  • May I go out ? – আমি কি বাইরে যেতে পারি ?

ভবিষ্যতে কোন ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে এরূপ অনিশ্চিত সম্ভাবনা  বুঝাতে May অথবা Might এর যে কোন একটি ব্যবহৃত হয়ে থাকে ।

যেমন-

  • I may go to Lakshmipur. – আমি লক্ষীপুর যেতে পারি ।
  • I might go to Lakshmipur. – আমি লক্ষীপুর যেতেও পারি ।

Note: can, could, may, might, should, would, must, used to, ought to, has to, have to ইত্যাদি Modal auxiliary verb যদি sentence এ কোন কিছুর নিশ্চয়তা, সম্বাবনা, অসম্বাবনা, প্রয়োজনীয়তা, অনুমতি, বাধ্যবাধকতা ইত্যাদি ভাব প্রকাশ করে থাকে, তবে বাক্যের Subject third person singular number হলেও মূল verb এর শেষে s বা es যোগ হবেনা ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *