প্রধান ফোকাস কাকে বলে?
প্রধান অক্ষের উপরস্থ যে বিন্দু থেকে নির্গত অপসারী রশ্মিগুচ্ছ (উত্তল লেন্সের ক্ষেত্রে) বা যে বিন্দুর দিকে অভিসারী রশ্মিগুচ্ছ (অবতল লেন্সের ক্ষেত্রে) লেন্সে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসৃত হয় তাকে উক্ত লেন্সের প্রধান ফোকাস বলে।
Offcanvas menu