ডায়প্টার কী?
ডায়প্টার কী?
লেন্সের ক্ষমতার একক ডায়প্টার। এক মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের ক্ষমতাকে এক ডায়প্টার বলে।
ডায়প্টার কী?
লেন্সের ক্ষমতার একক ডায়প্টার। এক মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের ক্ষমতাকে এক ডায়প্টার বলে।
Cv অপেক্ষা Cp বড় কেন? আয়তন অপরিবর্তিত রেখে কোন গ্যাসে যদি কিছু তাপ প্রদান করা হয়, তাহলে ঐ গ্যাসের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। ফলে গ্যাসের তাপমাত্রা ও চাপ বৃদ্ধি পাবে। কিন্তু গ্যাস কোন বহিঃস্থ কাজ করতে পারবে না যেহেতু আয়তন স্থির। আবার, চাপ স্থির রেখে যদি গ্যাসে পরিমাণ তাপ প্রদান করা হয়, তাহলে ঐ তাপ এ ক্ষেত্রেও…
এক নিউটন বল কাকে বলে? যে পরিমাণ বল 1 kg ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে 1 ms-2 ত্বরণ সৃষ্টি করে তাকে 1 N বল বলে। যে পরিমাণ বল ১ কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে ঐ বস্তুতে ১ মি/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে ১ নিউটন বল বলে। 50 নিউটন বল বলতে কী…
স্থির অবস্থান থেকে নিচে পড়ার সময় বস্তুর ওজন বাড়ে না কমে? বস্তুর ওজন = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ। বস্তুর ভর একটি ধ্রুব রাশি। সুতরাং অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হলে ওজনের পরিবর্তন হয়। অভিকর্ষজ ত্বরণ বাড়লে ওজন বাড়ে, অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায়। ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায়। আবার, উপর থেকে ভূ-পৃষ্ঠের দিকে আসতে থাকলে…
হাইগেনসের নীতি একটি তরঙ্গমুখের উপরিস্থ সব বিন্দুকে এক একটি বিন্দু উৎস হিসেবে গন্য হবে, যা থেকে গৌণ তরঙ্গ উৎপন্ন হয়ে মূল তরঙ্গের দ্রুতিতে সামনের দিকে অগ্রসর হয়। পরবর্তী যেকোনো মুহূর্তে এ গৌণ তরঙ্গমুখগুলোর সাধারণ স্পর্শক তল হবে ঐ সময় উক্ত তরঙ্গমুখের নতুন অবস্থান। ডাচ বিজ্ঞানী ক্রিস্টিয়ান হাইগেনস ১৬৭৮ সালে তরঙ্গমুখের সঞ্চালন বিষয়ে একটি জ্যামিতিক পদ্ধতির…
প্লাজমা কাকে বলে? রক্তরস হলো রক্তের পরিষ্কার, খড়ের বর্ণের তরল অংশ যা লোহিত রক্ত কণিকা, অনুচক্রিকা এবং অন্যান্য সেলুলার উপাদানগুলি অপসারণের পথে থেকে যায়। এটি মানুষের রক্তের একক বৃহত্তম উপাদান যা প্রায় 55 শতাংশ নিয়ে গঠিত এবং এতে জল, লবণ, এনজাইম, অ্যান্টিবডি এবং অন্যান্য প্রোটিন রয়েছে। পদার্থবিজ্ঞান অনুযায়ী প্লাজমা হলো – প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা…
গড় মুক্ত পথ কাকে বলে? কোন অণুর পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বগুলি গড় নিলে দূরত্বের যে মান পাওয়া যায় তাকেই গড় মুক্ত পথ বলে। গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলি সবসময় পরস্পরের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে ধাক্কা খায়। পরপর দুটি সংঘর্ষের মধ্য অণুগুলি সরলরেখা বরাবর চলে। পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে ‘মুক্তপথ’ বলে। কোন অণুর মুক্ত…