দৃষ্টি কোণ কি?
দৃষ্টি কোণ কি?
কোনো বস্তুর প্রান্ত বিন্দুদ্বয় চোখের লেন্সে যে কোণ উৎপন্ন করে তাকে দৃষ্টিকোণ বলে।
দৃষ্টি কোণ কি?
কোনো বস্তুর প্রান্ত বিন্দুদ্বয় চোখের লেন্সে যে কোণ উৎপন্ন করে তাকে দৃষ্টিকোণ বলে।
কিলোওয়াট ঘণ্টা কি? এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র এক ঘণ্টা ধরে কাজ করলে যে পরিমাণ তড়িৎশক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে বা ব্যয় করে তাকে 1 BOT বলে।
কাচের নলে আবদ্ধ গ্যাসের ভিতর স্থাপিত উচ্চ বিভব সম্পন্ন দুটি বিদ্যুৎ দ্বারের মধ্যে নিম্নচাপে যে বিদ্যুৎপ্রবাহ হয় তাকে বিদ্যুৎ ক্ষরণ বলে।
স্টিফেন এর সূত্র ১৮৭৯ খ্রিস্টাব্দের অস্ট্রেলিয়ার পদার্থবিজ্ঞানী জোসেফ স্টিফেন কৃষ্ণবস্তু থেকে একটি সূত্র প্রদান করেন। সূত্রটি নিম্নরূপ – কোন কৃষ্ণ বস্তুর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপ এর পরিমান বস্তুর তাপমাত্রা চতুর্থ সমানুপাতিক।
অভিকর্ষ বল কাকে বলে? এই মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুকণার মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা হয়। বস্তু দুটির একটি যদি পৃথিবী হয়, তবে এ আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলে। এ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
সমান ভেক্টর কাকে বলে? দুটি সদৃশ ভেক্টরের মান সমান হলে অর্থাৎ সমজাতীয় দুটি ভেক্টরের দিক একই এবং তাদের ধারক রেখা একই রেখা অথবা সমান্তরাল রেখার উপর হলে এদের সমান ভেক্টর বলা হয়। দুটি ভেক্টরের সমতা এদের পাদবিন্দুর অবস্থানের উপর নির্ভর করে না। পাদবিন্দু যেখানেই থাকুক না কেন যদি ভেক্টরদ্বয়ের মান সমান এবং দিক একই হয়,…
স্থিতি জড়তা এবং গতি জড়তার মধ্যকার পার্থক্য স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাই স্থিতি জড়তা; আবার গতিশীল বস্তুর চিরকাল একই বেগে একই দিকে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাই গতি জড়তা।এক কথায়, বস্তুর স্বীয় গতীয় অবস্থা বজায় রাখার প্রবণতাই জড়তা। বস্তুর স্থিরাবস্থা বলতে শূন্য বেগ বোঝায়। নির্দিষ্ট ভরের কোনো বস্তু স্থির হোক বা গতিশীল হোক, নির্দিষ্ট…