তুল্য লেন্স কাকে বলে?
তুল্য লেন্স কাকে বলে?
কোনো লেন্স সমবায় একটি বস্তুর প্রতিবিম্ব গঠন করলে, যদি কোনো একক লেন্স উক্ত বস্তুর একই বিবর্ধনের প্রতিবিম্ব একই স্থানে গঠন করে, তবে ঐ একক লেন্সকে উক্ত সমবায়ের সমতুল্য লেন্স বলে।
কোনো লেন্স সমবায় একটি বস্তুর প্রতিবিম্ব গঠন করলে, যদি কোনো একক লেন্স উক্ত বস্তুর একই বিবর্ধনের প্রতিবিম্ব একই স্থানে গঠন করে, তবে ঐ একক লেন্সকে উক্ত সমবায়ের সমতুল্য লেন্স বলে।
তাড়িতচৌম্বকীয় আবেশ কাকে বলে? একটি দণ্ড চুম্বক এবং একটি কুণ্ডলীর মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, তবে কুণ্ডলীর মধ্যে একটি ক্ষণস্থায়ী তড়িচ্চালক বলের উদ্ভব ঘটে এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এই ক্রিয়াকে তাড়িতচৌম্বকীয় আবেশ বলে। পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স তথা ক্ষেত্র দ্বারা কুণ্ডলীতে তড়িচ্চালক বল তথা তড়িৎ প্রবাহের উৎপত্তির ঘটনাকে তাড়িত চৌম্বকীয় আবেশ বলা হয়।
গড় বেগ কাকে বলে? কোনো একটি বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব অর্থাৎ সরণকে মোট সময় দ্বারা ভাগ দিলে যা পাওয়া যায় তাকে গড়বেগ বলে। অর্থাৎ গড় বেগ = সরণ ÷ সময়।
জ্যোতির্বিজ্ঞান কাকে বলে? পদার্থবিজ্ঞানের যে শাখায় মহাবিশ্ব সৃষ্টির বিভিন্ন তত্ত্ব এবং মহাকাশের নক্ষত্র, গ্রহ-উপগ্রহ, গ্রহানুপুঞ্জ-এ সকল জ্যোতিষ্কপুঞ্জ সম্পর্কে আলোচনা করা হয়, তাকে জ্যোতির্বিজ্ঞান বলে।
ইলেকট্রিসিটির মৌলিক উপাদান হল ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স। পদার্থবিজ্ঞানে ওহমের সূত্র এই তিনটির মধ্যে একটি সরল সম্পর্ক দেখায়। এই আইনটি বিদ্যুতের সবচেয়ে মৌলিক আইনগুলোর মধ্যে একটি। এটি বৈদ্যুতিক সার্কিটের উপাদানের শক্তি, দক্ষতা, বিদ্যুত, ভোল্টেজ এবং রোধ নির্ণয় করতে সহায়তা করে। ওহমের সূত্র মূলত বৈদ্যুতিক সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং রোধের মধ্যে সম্পর্ক গণনা করতে ব্যবহৃত হয়।…
চাপের একক কি? চাপের একক হলো Pa (প্যাসকেল)।
অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন? আমরা যদি কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তবে এটি পুনরায় আমাদের হাতে ফিরে আসবে। এক্ষেত্রে বস্তুটির হাত থেকে নিক্ষিপ্ত হয়ে পুনরায় হাতে ফিরে আসা এই পূর্ণচক্রে বস্তুটির উপর অভিকর্ষ বলের সম্পাদিত কাজের পরিমাণ শূন্য। m ভরের একটি বস্তুকে ভূ-পৃষ্ঠের A বিন্দু থেকে h উচ্চতায় B বিন্দুতে…