স্পেকট্রোমিটার কী?
স্পেকট্রোমিটার কী?
বর্ণালী পরীক্ষা ও মৌলিক বর্ণ সমূহের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্র হলো স্পেট্রোমিটার।
বর্ণালী পরীক্ষা ও মৌলিক বর্ণ সমূহের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্র হলো স্পেট্রোমিটার।
তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয় কেন? তাপ প্রয়োগ করলে অতিরিক্ত শক্তি লাভের ফলে অণুর কম্পন বেড়ে যায়, ফলে অণুগুলো পরস্পর হতে দূরে সরে যায়। আরও বেশি তাপ প্রয়োগ করলে পরস্পরের মধ্যে দূরত্ব আরও বৃদ্ধি পায়, ফলে আন্ত:আণবিক শক্তি কমে। এতে অণুগুলো বেশ স্বাধীনভাবে চলাচল করতে পারে। এ অবস্থায় কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয়। এরপর…
হুইটস্টোন ব্রীজ নীতি কি? চারটি রোধ পরপর শ্রেণিবদ্ধভাবে যদি এমনভাবে সাজানো হয় যে, প্রথমটির প্রথম প্রান্তের সাথে শেষটির শেষ প্রান্ত মিলে একটি বদ্ধ বর্তনী তৈরি হয় এবং যেকোনো দুটি রোধের সংযোগস্থল ও অপর দুটি রোধের সংযোগস্থলের মধ্যে একটি কোষ ও অন্য দুটি সংযোগস্থলের মধ্যে একটি গ্যালভানোমিটার যুক্ত থাকে তবে সেই বর্তনীকে হুইটস্টোন ব্রীজ বলে এবং…
বাহ্যিক বল ক্রিয়া না করলে বস্তুর কোনো ত্বরণ থাকে না কেন? বাহ্যিক বল ক্রিয়া না করলে বস্তুর কোনো ত্বরণ থাকে না কারণ -নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, বল = ভর × ত্বরণ অর্থাৎ নিদিষ্ট ভরের কোনো বস্তুর জন্য ত্বরণ বলের সমানুপাতিক। বাহ্যিক বল ক্রিয়া না করলে অর্থাৎ বল = ০ হলে, ত্বরণও শূন্য হবে, কারণ…
কাজ ও শক্তি পারস্পরিক সম্পর্কযুক্ত কেন? কাজ করতে গেলে বস্তুর শক্তি লাগে। বস্তুত কোনো কাজ করতে যে পরিমাণ শক্তি ব্যয় করতে হয় তার দ্বারাই কাজ পরিমাপ করা হয়। সুতরাং শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন। এভাবেই কাজ ও শক্তি পারস্পরিক সম্পর্কযুক্ত।
পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ g এর মান শূন্য। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায়, তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না। তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়।
প্রধান ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের উপরস্থ যে বিন্দু থেকে নির্গত অপসারী রশ্মিগুচ্ছ (উত্তল লেন্সের ক্ষেত্রে) বা যে বিন্দুর দিকে অভিসারী রশ্মিগুচ্ছ (অবতল লেন্সের ক্ষেত্রে) লেন্সে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসৃত হয় তাকে উক্ত লেন্সের প্রধান ফোকাস বলে।