ভরের আপেক্ষিকতা কি?

ভরের আপেক্ষিকতা কী?

আমরা জানি, নিউটনীয় বলবিদ্যায় ভর একটি ধ্রুব রাশি। কিন্তু আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতে দৈর্ঘ্য ও সময়ের মতো বস্তুর ভরও গতিশীলতার ওপর নির্ভরশীল। আপেক্ষিক তত্ত্বানুসারে বস্তুর ভর বেগের সাথে বৃদ্ধি পায়। এ ঘটনাকে ভরের আপেক্ষিকতা বলে।