ফটো ইলেকট্রন কি?
ফটো ইলেকট্রন কি?
উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি ধাতব পৃষ্ঠে আপতিত হলে ফটোতড়িৎ ক্রিয়ার ফলে ধাতব পৃষ্ঠ থেকে নিঃসৃত ইলেকট্রনকে ফটো ইলেকট্রন বলে।
উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি ধাতব পৃষ্ঠে আপতিত হলে ফটোতড়িৎ ক্রিয়ার ফলে ধাতব পৃষ্ঠ থেকে নিঃসৃত ইলেকট্রনকে ফটো ইলেকট্রন বলে।
শ্রাব্যতার পাল্লা কাকে বলে? আমাদের কানে যে শব্দ শোনা যায় তার কম্পাঙ্কের সীমা হলো 20 Hz থেকে 20000 Hz। কম্পাঙ্কের এই পাল্লাই হচ্ছে শ্রাব্যতার পাল্লা বা সীমা।
তড়িৎ বলরেখা কাকে বলে? তড়িৎক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে। তড়িৎ বলরেখা (Electric Lines of Force) দুটি আধান পরস্পরকে বল প্রয়োগ করে। এই বল কিভাবে ক্রিয়া করে তা ব্যাখ্যা করার জন্য ফ্যারাডে সর্বপ্রথম বলরেখার ধারণা দেন। বলরেখাগুলো ফ্যারাডের কাল্পনিক রেখা। বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই।…
বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? শীতকালে তাপমাত্রা বর্ষাকাল অপেক্ষা কম হওয়া সত্ত্বেও বাষ্পায়ন দ্রুত হয় বলে তাড়াতাড়ি কাপড় শুকায়। বাষ্পায়ন নির্ভর করে আপেক্ষিক আর্দ্রতার উপর। বর্ষাকালে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে। শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে। এ কারণে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে ভেজা কাপড়া থেকে বাষ্পায়ন দ্রুত হয়। ফলে কাপড়…
অ্যামিটার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে কোনো বৈদ্যুতিক বর্তনীর বিদ্যুৎ প্রবাহমাত্রা সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায় তাকে অ্যামিটার বলে।
একটি দোলক ঘড়ি শীতকালে দ্রুত এবং গ্রীষ্মকালে ধীরে চলে কেন? আমরা জানি, সরল দোলকের সমীকরণ, T = 2π√(L÷g) দোলনকাল T এর কার্যকর দৈর্ঘ্য L এবং অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভর করে। L বৃদ্ধি পেলে T বৃদ্ধি পায় এবং L হ্রাস পেলে T হ্রাস পায়। দোলন ঘড়ি সাধারণ সময়ে প্রতি ঘণ্টায় 30টি দোলন দেয়। অর্থাৎ দোলনকাল…
নৌকা থেকে লাফ দেওয়ার সময় নৌকা পেছনের দিকে ছুটে কেন? নৌকা হতে লাফ দেওয়ার পূর্বে আরোহী ও নৌকা উভয়ই স্থির থাকে, ফলে তাদের মোট ভরবেগ শূন্য। লাফ দিলে আরোহী বেগ প্রাপ্ত হয়ে সম্মুখ দিকে এগিয়ে যায়, অর্থাৎ সম্মুখ দিকে ভরবেগ প্রাপ্ত হয়। ভরবেগের নিত্যতা সূত্রানুযায়ী, লাফের পর মোট ভরবেগের মান শূন্য হবে। তাই দেখা যায়,…