Similar Posts
রোধ কাকে বলে?
রোধ কাকে বলে? পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্থ হয় তাকে রোধ বলে।
নভো-দূরবীক্ষণ যন্ত্র কী?
নভো-দূরবীক্ষণ যন্ত্র কী? মহাকাশের গ্রহ, নক্ষত্র ইত্যাদি পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় তাকে নভোদূরবীক্ষণ যন্ত্র বলে।
সুরযুক্ত শব্দ কাকে বলে?
সুরযুক্ত শব্দ কাকে বলে? শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের কানে শ্রুতিমধুর বলে মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলে।
ঋণাত্মক ত্বরণ কাকে বলে?
ঋণাত্মক ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলে।
তড়িৎ মাধ্যমাঙ্ক কী?
তড়িৎ মাধ্যমাঙ্ক কী? দুটি বিন্দু চার্জের মধ্যে নির্দিষ্ট দূরত্বে শূন্যস্থানে ক্রিয়াশীল বল ও ঐ দুই চার্জের মধ্যে একই দূরত্বে অন্য কোনো মাধ্যমে ক্রিয়াশীল বলের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে ঐ মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বলে।
আয়তন বিকৃতি কাকে বলে?
আয়তন বিকৃতি কাকে বলে? বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আকার অপরিবর্তিত থেকে শুধুমাত্র আয়তনের পরিবর্তন হয় তাহলে একক আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে।