বাইনারী সংখ্যা পদ্ধতি কি?
বাইনারী সংখ্যা পদ্ধতি কি?
যে সংখ্যা পদ্ধতিতে সকল সংখ্যাকে 0 এবং 1 কেবল এই দুইটি অঙ্ক দ্বারা প্রকাশ করা হয় তাকে বাইনারী সংখ্যা পদ্ধতি বলে।
বাইনারী সংখ্যা পদ্ধতি কি?
যে সংখ্যা পদ্ধতিতে সকল সংখ্যাকে 0 এবং 1 কেবল এই দুইটি অঙ্ক দ্বারা প্রকাশ করা হয় তাকে বাইনারী সংখ্যা পদ্ধতি বলে।
তড়িৎবীক্ষণ যন্ত্র কাকে বলে? কোন বস্তুতে চার্জের উপস্থিতি বা অস্তিত্ব আছে কিনা, থাকলে চার্জের প্রকৃতি এবং পরিমাণ জানার জন্য, পদার্থের তড়িৎ পরিবাহিতা তুলনা করার জন্য এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। এ যন্ত্রকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলা হয়। শোলাবল এবং স্বর্ণপাত এ দু’ধরনের তড়িৎবীক্ষণ যন্ত্র রয়েছে। তবে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে অতি সূক্ষ্মভাবে চার্জের অস্থিত্বি ও…
শক্তি কাকে বলে? কোনো সিস্টেমের (উৎস, বস্তু বা ব্যক্তি) কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যার কাজ করার সামর্থ্য যত বেশি তার শক্তিও তত বেশি। কাজের বিনিময়ে যেমন শক্তি পাওয়া যায়, তেমনি শক্তির বিনিময়েও কাজ সম্পাদিত হয়। সম্পাদিত কাজের পরিমাণ দ্বারা শক্তি পরিমাপ করা হয়। শক্তির এককঃ শক্তির একক জুল (Joule)। শক্তির মাত্রাঃ শক্তির মাত্রা ML2T-2 শক্তির প্রকারভেদ…
নিউটনের গতির ১ম সূত্র থেকে কিভাবে জড়তার ধারণা পাওয়া যায়? নিউটনের প্রথম সূত্র অনুসারে প্রত্যেক বস্তুই যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায় অর্থাৎ বস্তু স্থির থাকলে স্থির থাকতে চায় আর গতিশীল থাকলে গতিশীল থাকতে চায়। নিউটনের প্রথম সূত্র থেকে দেখা যায়, বস্তুর এ স্থিতিশীল ও গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বল প্রয়োগ করতে হবে।…
তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কি? যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে বা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায় তবে কৃতকাজ তাপের সমানুপাতিক।
আন্তঃআণবিক বল কাকে বলে? পদার্থ অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত। আর এ অণুসমূহ খুব অল্প জায়গা জুড়ে অবস্থান করে। ফলে দুটি অণুর মধ্যে অতি ক্ষুদ্র পরিমাণ ফাঁকা স্থান রয়েছে। এ ফাঁকা স্থানকে আন্তঃআণবিক স্থান (Intermolecular Space) বলে। আবার পদার্থের অণুসমূহের মধ্যে একটি আকর্ষণ বল আছে বলেই অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক স্থান থাকা সত্ত্বেও এরা পরস্পর হতে বিচ্ছিন্ন…
প্রকৃত সময় কী? পর্যবেক্ষকের প্রসঙ্গ কাঠামোতে ঘটা দুটি ঘটনার সময় ব্যবধানকে প্রকৃত সময় বলে।