Similar Posts
এক মুখী প্রবাহ কী?
এক মুখী প্রবাহ কী? যে তড়িৎ প্রবাহের দিক বা অভিমুখ সর্বদা একই থাকে তাকে এক মুখী প্রবাহ বলে।
এক জুল কাকে বলে?
এক জুল কাকে বলে? কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল বলে। এক সংক্ষেপে J (Joule) দিয়ে প্রকাশ করা হয়।
স্পন্দন গতি একটি পর্যায়বৃত্ত গতি কিন্তু পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয় কেন?
স্পন্দন গতি একটি পর্যায়বৃত্ত গতি কিন্তু পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয় কেন? কোনো কণা যদি তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে উক্ত গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। অন্যদিকে কোনো কণা পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চললে উক্ত কণার গতিকে স্পন্দন গতি বলে। এ গতি…
কার্নো চক্র কি?
কার্নো চক্র কি? যে চক্রে কার্যকরী পদার্থকে কোনো নির্দিষ্ট আয়তন, চাপ ও তাপমাত্রা থেকে শুরু করে দুটি প্রসারণ ও দুটি সংকোচনের মাধ্যমে তাপকে কাজে রূপান্তরিত করে কার্যকরী বস্তুকে প্রথমাবস্থায় ফিরিয়ে আনা হয় সেই চক্রকে কার্নো চক্র বলে।
অসংরক্ষণশীল বল কাকে বলে? অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য
অসংরক্ষণশীল বল (Non conservative Force) কাকে বলে? কোনো কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় না, সেই বলকে অসংরক্ষণশীল বল বলে। আমরা জানি, ঘর্ষণবল সর্বদা গতির বিরোধিতা করে। একটি বস্তুকে অমসৃণ টেবিলের উপর দিয়ে টেনে নিলে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে।…
পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে?
পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে? প্রযুক্ত বল অপসারণ করলে যদি বিকৃত বস্তু সম্পূর্ণভাবে তাদের পূর্বাবস্থায় ফিরে আসে, তবে সে বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। বাস্তবে কোন বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক নয়।