কোয়াসার কি?
কোয়াসার কি?
কোয়াসার হলো আধানক্ষত্রিক রেডিও উৎস। এদের গঠন নক্ষত্রের ন্যায় এবং এরা ক্ষমতাশালী বেতার তরঙ্গ নিঃসরণ করে। এ পর্যন্ত প্রায় 150 টি কোয়াসার শনাক্ত করা গেছে।
কোয়াসার হলো আধানক্ষত্রিক রেডিও উৎস। এদের গঠন নক্ষত্রের ন্যায় এবং এরা ক্ষমতাশালী বেতার তরঙ্গ নিঃসরণ করে। এ পর্যন্ত প্রায় 150 টি কোয়াসার শনাক্ত করা গেছে।
কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা আবেশের ধারণা থেকে দেখা যায় যে, তড়িৎক্ষেত্রের অভিমুখের সঙ্গে অভিলম্বভাবে অবস্থিত এমন ক্ষেত্রফল দিয়ে অতিক্রান্ত বল নলের সংখ্যা =∈E, যেখানে, E = তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ∈ = মাধ্যমের ভেদনযোগ্যতা। যে তলের ওপর মোট আবেশ হিসাব করা হয় গ্যাসের উপপাদ্যের সাহায্যে সেই তলে কুলম্বের সূত্রের সাহায্যে মোট আবেশ নির্ণয় করা যায় না। আবার, বিন্দু চার্জ ছাড়া…
ট্রলি ব্যাগের হাতল লম্বা হলে টানা সহজ হয় কেন? ট্রলি ব্যাগের হাতল যত লম্বা হয় ব্যাগটি টানার সময় তা ভূমির সাথে তত কম কোণ তৈরি করে। অর্থাৎ হাতলটি ভূমির বেশি কাছাকাছি থাকে। আর θ এর মান কম হলে cosθ এর মান বেশি হয়। অর্থাৎ এক্ষেত্রে ভূমি বরাবর বেগের মান বেশি হয় যাতে ব্যাগটি সহজেই টেনে নেওয়া যায়।…
শক্তি কি? কোনো বস্তুর কাজ করার সমর্থ্যকে শক্তি বলে। বস্তু সর্বমোট যতটুকু কাজ করতে পারে তা দিয়েই বস্তুর শক্তির পরিমাপ করা হয়। শক্তি একটি স্কেলার রাশি। মাত্রা : ML2T-2 একক: জুল বা Joule (J)।
যেসব সংকেতের মান নিরবচ্ছিন্ন পরিবর্তিত হয় এবং নিম্নতর থেকে উচ্চতম যে কোনো মান গ্রহণ করতে পারে তাদের এনালগ সংকেত বা অ্যানালগ সংকেত বলা হয়।আমাদের চারপাশে প্রতিমুহূর্তে যা ঘটছে, যেমন শব্দ, আলো, চাপ, তাপমাত্রা বা অন্য কিছু সেগুলোকে আমরা কোনো এক ধরনের তথ্য বা উপাত্ত হিসেবে প্রকাশ করি। তাদের মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে পারে। আমাদের নানা কাজে সেই মানের…
লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন? একটি লন রোলারকে ঠেলার সময় প্রযুক্ত বলের উলম্ব উপাংশ নিচের দিকে ক্রিয়া করে। ফলে রোলারটি প্রকৃত ওজনের চেয়ে ভারী মনে হয়। অন্যদিকে রোলারটিকে টানার সময় এর উপর প্রযুক্ত বলের উলম্ব উপাংশ উপরের দিকে হওয়ায় এটি রোলারের ওজন কমিয়ে দেয়। ফলে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ হয়।
বিন্দু চার্জ কি? আহিত বস্তুর আকার যখন খুবই ক্ষুদ্র হয় তখন ঐ আহিত বস্তুর চার্জকে বিন্দু চার্জ বলা হয়।