সরল টিস্যু কাকে বলে?
সরল টিস্যু কাকে বলে?
যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যু তিন ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং ক্লোরেনকাইমা।
যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যু তিন ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং ক্লোরেনকাইমা।
উদ্ভিদে শ্বসনে প্রয়োজনীয়তা কি? উদ্ভিদ সালোকসংশ্লেষণের দ্বারা CO2 গ্রহণ করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং অক্সিজেন ত্যাগ করে। শ্বসনে অক্সিজেন দ্বারা জারিত করে উদ্ভিদ শক্তি উৎপন্ন করে এবং CO2 ত্যাগ করে। উৎপন্ন শক্তি উদ্ভিদ তার শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করে। সুতরাং CO2 এবং O2 এর ভারসাম্য রক্ষা এবং শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের জন্যই উদ্ভিদে শ্বসন প্রয়োজন।
মাইটোকন্ড্রিয়া কাকে বলে? সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দন্ড আকারের শক্তি উৎপাদনকারী অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে।
সেন্ট্রোজোম কি? সেন্ট্রিওল যে স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে তাকে সেন্ট্রোজোম বলে।
পার্থেনোকার্পি কাকে বলে? অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, ফলে বীজহীন ফল সৃষ্টি হয়। অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই বীজহীন ফল সৃষ্টি হওয়ার এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। যেমনঃ লেবু, কমলা লেবু ইত্যাদি।
ক্রোমোপ্লাস্ট কাকে বলে? উদ্ভিদদেহের সবুজ ছাড়া অন্য যেকোনো বর্ণ ধারণকারী প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়। ফুলের পাপড়ি, ফলের রং অথবা সবুজ ব্যতীত অন্য যেকোনো রং ক্রোমোপ্লাস্ট এর কারণেই সৃষ্টি হয়। কখনও কখনও রঙিন বৃতি ও রঙিন মূলেও (মূলা, গাজর, মিষ্টি আলু) ক্রোমোপ্লাস্ট থাকে। ক্রোমোপ্লাস্টের কাজ পরাগায়নের জন্য কীটপতঙ্গসহ উচ্চ শ্রেণির প্রাণীসমূহকে আকৃষ্ট করে। ফল ও বীজের…
প্রজনন কাকে বলে? প্রজনন হচ্ছে জীবের বংশধর সৃষ্টির প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকেই প্রজনন বলে। প্রজননের প্রকারভেদ প্রজনন প্রধানত দুই প্রকার। যথাঃ ১) অযৌন প্রজনন ও ২) যৌন প্রজনন। ১) অযৌন প্রজনন কাকে বলে? অযৌন জনন প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট প্রজাতির কোন জীব একই প্রজাতির অপর একটি জীবের সংশ্লিষ্টতা ছাড়াই…