Similar Posts
ক্লোরোপ্লাস্ট কাকে বলে? ক্লোরোপ্লাস্টের কাজ
ক্লোরোপ্লাস্ট কাকে বলে? উদ্ভিদের সবুজ বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিডের নাম ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল-a, ক্লোরোফিল-b, ক্যারোটিন ও জ্যান্থফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। কিন্তু ক্লোরোফিলের আধিক্যের কারণেই ক্লোরোপ্লাস্টের রং সবুজ। ক্লোরোপ্লাস্টের কাজ থাইলাকয়েড ও স্ট্রোমা ল্যামেলীতে অবস্থিত ক্লোরোফিল এর প্রধান কাজ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা। নিজের প্রয়োজনে প্রোটিন ও নিউক্লিক এসিড তৈরি করতেও এটি সক্ষম। ক্লোরোপ্লাস্টের…
নিষ্ক্রিয় শোষণ কাকে বলে?
নিষ্ক্রিয় শোষণ কাকে বলে? বিজ্ঞানীদের অনেকে মনে করেন যে উদ্ভিদের খনিজ লবণ শোষণ ব্যাপন প্রক্রিয়ায় হয়। মাটির দ্রবণ এবং মূলরোমের কোষের দ্রবণের ঘনত্বের অসমতাকে কাজ লাগিয়ে ব্যাপন প্রক্রিয়ায় খনিজ লবণ উদ্ভিদ কোষে প্রবেশ করে। দ্রবণ দুটির ঘনত্ব যতক্ষণ পর্যন্ত সমান না হয় ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকে। এ শোষণ প্রক্রিয়ায় কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয়…
আবরণী কলা বা টিস্যু কাকে বলে? | আবরণী টিস্যুর কাজ | আবরণী টিস্যুর প্রকারভেদ
আবরণী কলা বা টিস্যু কাকে বলে? যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আবরণী টিস্যুর কোষগুলো ঘন সন্নিবেশিত এবং একটি ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে। এ প্রকার টিস্যুর মাতৃকা থাকে না। আবরণী টিস্যুর কাজ কোন অঙ্গের বা নালীর ভেতরের এবং বাইরের আবরণ তৈরি করে। ত্বকীয়…
আলফা বৈচিত্র্য কাকে বলে? আলফা বৈচিত্র্যের বৈশিষ্ট্য
আলফা বৈচিত্র্য বা আলফা সূচক কাকে বলে? বিজ্ঞানী হুইটেকার অবৈজ্ঞানিক বা স্থানীয় স্তরে বা বাসস্থানে প্রজাতির সংখ্যা বা গড় বোঝাতে আলফা বৈচিত্র্য বা সূচক ব্যবহার করেন। আলফা সূচক বা বৈচিত্র্যের বৈশিষ্ট্য ১) আলফা বৈচিত্র্যের ক্ষেত্রে স্থানীয় বা আঞ্চলিক জলজ, স্থলজ ও বায়বীয় বাসস্থানের বিষয়ে বিবেচনা করা হয়। ২) এই তিন ধরনের বাসস্থলে প্রজাতির মোট সংখ্যা…
বদ্ধ সংবহনতন্ত্র কাকে বলে?
বদ্ধ সংবহনতন্ত্র কাকে বলে? যে সংবহনতন্ত্রে রক্ত সর্বদাই রক্তবাহিকা ও হৃৎপিণ্ডের মাধ্যমে সম্পূর্ণ আবদ্ধ থেকে প্রবাহিত হয় এবং কোনোক্রমেই দেহ গহ্বরে মুক্ত হয় না তাকে বদ্ধ সংবহনতন্ত্র বলে। যেমন- মানুষ, গরু, ব্যাঙ ইত্যাদি।
এক্স-সিটু (Ex-situ) ও ইন-সিটু (In-situ) সংরক্ষণ কাকে বলে?
এক্স-সিটু (Ex-situ) ও ইন-সিটু (In-situ) সংরক্ষণ কাকে বলে? বিলুপ্তপ্রায় যেসব প্রাণী প্রাকৃতিক পরিবেশে নানা প্রতিকূলতার কারণে প্রজনন সম্পন্ন করতে পারছে না তাদেরকে প্রাকৃতিক পরিবেশের বাইরে বিশেষ ব্যবস্থার মাধ্যমে প্রজনন ও সংরক্ষণ করার ব্যবস্থাকে এক্স-সিটু (Ex-situ) সংরক্ষণ বলে। যেমন- পোলেন ব্যাংক, সীড ব্যাংক, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদির মাধ্যমে প্রজনন, অপরদিকে প্রাকৃতিক পরিবেশের ভিতরে বা প্রাকৃতিক পরিবেশের…