প্লেজারিজম কাকে বলে? (Plagiarism)

প্লেজারিজম কাকে বলে?

এটি এক ধরনের ক্রাইম। অন্যের লেখা তথা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহিত্যকর্ম, গবেষণা প্রতিবেদন, সম্পাদনা কর্ম ইত্যাদি হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হলো প্লেজারিজম। সঠিক সূত্র উল্লেখ ছাড়া কোনো কিছু রেফারেন্স হিসেবে ব্যবহার করাও বেআইনি কাজ তথা প্লেজারিজম হিসেবে গণ্য হবে।

Similar Posts