যে সকল কাজ সাইবার অপরাধের আওতায় পড়ে
- বিনা অনুমতিতে যেকোনো ধরনের প্রোগ্রামের মাধ্যমে অন্যের কম্পিউারে প্রবেশ করে, উক্ত কম্পিউটারের ক্ষতি করা বা ব্যবহার করাকে হ্যাকিং বলে। যা সাইবার অপরাধ হিসেবে গণ্য।
- বর্তমানের সব উন্নত প্রযুক্তি ব্যবহার করে কোনো ব্যক্তির গতিবিধি ট্র্যাক বা অনুসরণ করলে তাও সাইবার অপরাধে সম্পৃক্ত হবে।
- অনুমোতি ব্যতিত কোনো সফটওয়্যার কপি বা বিতরণ করাও সাইবার অপরাধের মধ্যে পড়ে।