ব্লুটুথ(Bluetooth) কাকে বলে?
ব্লুটুথ(Bluetooth) কাকে বলে?
এক মোবাইল থেকে অন্য মোবাইলে কোনো তথ্য কপি করে নেওয়ার জন্য যে ওয়্যারলেস কমিউনিকেশন পদ্ধতি ব্যবহার করা হয় তাকেই ব্লুটুথ(Bluetooth) বলে।
- ব্লুটুথ 2.45 GHz ফ্রিকুয়েন্সিতে কাজ করে।
- 10 মিটারের মধ্যে এটি কাজ করতে পারে।
- অতি ধীর গতিতে ডেটা স্থানান্তরিত হয়।
- ব্লুটুথ স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে পারে।
- স্বল্প দূরত্বে Data ও Voice ট্রান্সমিশনের ক্ষেত্রে এটি একটি লাভজনক তারবিহীন মাধ্যম।
- কোনো প্রকার setup এর প্রয়োজন পড়ে না।
- খুব সহজেই অন্য কেউ অনুমতি ছাড়াই নেটওয়ার্কের অ্যাকসেস নিতে পারে।
- দুই এর অধিক ডিভাইস একই সাথে সংযোগ সাধন করা যায় না।
- মোবইল ফোনে Bluetooth অন করা থাকলে ফোনের ডেটা চুরির আশঙ্খা থাকে।