International

এপেক কি? | What is APEC?

1 min read

APEC কি?

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট বা এপেক হলো একটি আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম যা এশিয়া-প্যাসিফিকের ক্রমবর্ধমান আন্তঃনির্ভরতাকে কাজে লাগানোর জন্য গঠিত হয়। ৬ নভেম্বর, ১৯৮৯ সালে এপেক অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রতিষ্ঠিত হয়। সিঙ্গাপুরে এর সদর দপ্তর অবস্থিত। APEC- এর পূর্ণরূপ Asia-Pacific Economic Co-Operation ।
এপেক (APEC) কি?, azhar bd academy
APEC- এর অন্যতম উদ্দেশ্য হলো,
  • ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই, উদ্ভাবনী এবং নিরাপদ প্রবৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতিকে ত্বরান্বিত করে এই অঞ্চলের জনগণের জন্য বৃহত্তর সমৃদ্ধি তৈরি করা।
  • এশিয়া পেসিফিক অঞ্চল জুড়ে অবাধ বাণিজ্য ও বিনিয়োগ এর মাধ্যমে একটি ক্রমবর্ধমান এবং সমৃদ্ধ আঞ্চলিক অর্থনীতিকে উত্সাহিত করা।
  • আন্তঃসীমান্ত বাণিজ্যের খরচ কমানো।
  • অবাধ বাণিজ্য পরিচালনা করা।
  • সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যিক সুবিধা দেওয়া।
  • শুষ্কমুক্ত বাণিজ্যের এক বিশাল এলাকা গড়ে তোলা।
  • ইউরোপের বাইরে কৃষি পণ্য এবং কাঁচামালের জন্য নতুন বাজার স্থাপন করা।
  • অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা।
এপেক এর ১২টি প্রতিষ্ঠাতা সদস্য যেমন, অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
বর্তমানে এপেক ২১ সদস্য নিয়ে গঠিত একটি আন্ত-দেশীয় ফোরাম। সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে যেমন, চীন, হংকং, তাইওয়ান, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রুনাই, যুক্তরাষ্ট্র, কানাডা, চিলি, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, রাশিয়া, ভিয়েতনাম ও পেরু।
এপেক এর ৩টি পর্যবেক্ষক সংস্থা রয়েছে যেমন, ASEAN Secretariat, Pacific Economic Cooperation Council এবং Pacific Islands Forum Secretariat।
২০২৩ সালে এপেক এর ৩০ তম শীর্ষ সম্মেলন হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।
5/5 - (32 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x