ডাইপোল-আবিষ্ট ডাইপোল আকর্ষণ কাকে বলে?

ডাইপোল-আবিষ্ট ডাইপোল আকর্ষণ কাকে বলে?

স্থায়ী ডাইপোল বিশিষ্ট একটি অণুর সঙ্গে একটি অপোলার প্রতিসম অণু বা পরমাণুর পারস্পরিক ক্রিয়া হলে ডাইপোল-আবিষ্ট ডাইপোল আকর্ষণ ঘটে।

অণুটি যদি পোলারায়নযোগ্য হয় তবে ডাইপোলার অণুটির ধনাত্মক প্রান্তের প্রভাবে এর ইলেকট্রন মেঘের প্রতিসাম্য নষ্ট হয়ে এটি একটি আবিষ্ট ডাইপোলে পরিণত হয়। এতে স্থায়ী ডাইপোল ও আবিষ্ট ডাইপোলের মধ্যে পারস্পরিক আকর্ষণের ফলে এরা একটি দুর্বল বন্ধনে আবদ্ধ হয়। এরূপ বন্ধনের শক্তিকে আবেশ শক্তি বলে যার মান অতি নগণ্য।