স্টোকস এর সূত্র

স্টোকস এর সূত্র

বিজ্ঞানী স্টেকস দেখান যে, η সান্দ্রতা গুণাঙ্কের কোনো তরলের (প্রবাহীর) ভেতর দিয়ে পড়ার সময় r ব্যাসার্ধের কোনো ক্ষুদ্রাকার গোলক v প্রান্তিক বেগ প্রাপ্ত হলে বস্তুর উপর সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল F ক্রিয়া করে। এই বল গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক, প্রান্তিকবেগের সমানুপাতিক এবং সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। এই সূত্রটিকে স্টোকসের সূত্র বলে।

সীমাবদ্ধতাঃ স্টোকসের সূত্র শুধু অসীম বিস্তৃতির প্রবাহীর বেলায় প্রযোজ্য।

Similar Posts