ভারকেন্দ্র এবং ভরকেন্দ্রের মধ্যে পার্থক্য
ভারকেন্দ্র এবং ভরকেন্দ্রের মধ্যে পার্থক্য নিম্নরূপ –
নং | ভারকেন্দ্র | ভরকেন্দ্র |
১ | ভারকেন্দ্র এমন একটি বিন্দুকে বোঝায় যে বিন্দুর ভেতর দিয়ে বস্তুর সমগ্র ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে। | ভরকেন্দ্র এমন একটি বিন্দুকে বোঝায় যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুর শুধু রৈখিক গতি হয়, কোনো বৃত্তীয় গতি হয় না। |
২ | অভিকর্ষ বল না থাকলে ভারকেন্দ্র থাকে না। | বস্তু ছোট হোক কিংবা বড় হোক সকল অবস্থাতেই ভরকেন্দ্র অবশ্যই থাকবে। |
৩ | বস্তুর বিভিন্ন বিন্দুতে ‘g’-এর মান সমান না হলে বস্তুর ভারকেন্দ্র এবং ভরকেন্দ্র একই বিন্দু হয় না। | বস্তুর বিভিন্ন বিন্দুতে ‘g’-এর মান সমান না হলে বস্তুর ভারকেন্দ্র এবং ভরকেন্দ্র একই বিন্দু হয় না। |