অপিনিহিতি কাকে বলে?
শব্দের মধ্যে ‘ই’ বা ‘উ’ থাকলে সেই ‘ই’ বা ‘উ’ কে আগেই উচ্চারণ করে ফেলার রীতিকে অপিনিহিতি বলা হয়।
শব্দ মধ্যস্থ বা উ-কে তার স্বাভাবিক স্থানের অব্যবহিত পূর্ববর্তী স্থানে উচ্চারণ করার রীতিকে অপিনিহিতি বলে।
তবে শব্দের যেকোনো স্থানে অবস্থিত ই বা উ-তে অপিনিহিতি ঘটে না। ই বা উ যখন ব্যঞ্জনের পরে থাকে, তখনই অপিনিহিতি হবার সম্ভাবনা থাকে।
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন- আজি > আইজ, সাধু > সাউধ।
অপিনিহিতি কথার অর্থ কি?
অপিনিহিতি কথার অর্থ হল পূর্বে স্থাপন। অপিনিহিতিতে ই বা উ স্বরকে পূর্বে স্থাপন করা হয়। বর্ণ বিশ্লেষণের মাধ্যমে আমরা এখন অপিনিহিতির ধারণাটি স্পষ্ট করে বুঝে নিবো।
অপিনিহিতি এর উদাহরণঃ
- আজি > আইজ, কালি > কাইল
আজি > আইজ; এই উদাহরণটিকে আমরা ভেঙ্গে দেখবো, ই স্বরধ্বনি কিভাবে এর ঘর মাত্র এগিয়ে গেছে।
আ + জ্ + ই > আ + ই + জ্
বর্ণ বিশ্লেষণের দ্বারা দেখা যাচ্ছে ‘ই’ স্বরটি এক ঘর এগিয়ে গেছে। অপিনিহিতিতে ই বা উ স্বর এক ঘরের বেশি এগোবে না।
- সাধু > সাউধ, আশু > আউস
- রাখিয়া > রাইখা, বাক্য > বাইক্য
- সত্য > সইত্য, চারি > চাইর
- মারি > মাইর, লক্ষ > লইক্ষ
- কন্যা > কিইন্যা