Similar Posts
আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে?
আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে? আম, জাম, কাঁঠাল, তাল, সুপারিসহ আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদই সপুষ্কক আবৃতবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের দেহে ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জ্বিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। এ কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে।
বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম
প্রাণীর বৈজ্ঞানিক নাম (প্রাণী) – (বৈজ্ঞানিক নাম) – (উচ্চারণ) 1. মানুষ— Homo sapiens (হােমাে সেপিয়েন্স) 2. অ্যামিবা— Amoeba proteus (অ্যামিবা প্রােটিয়াস) 3. কেঁচো— Pheretima posthuma (পেরেটিমা পােস্তমা) 4. জোক— Hirudo medicinalis (হিরডাে মেডিসিনালিস) 5. সিংহ— Panthera leo (পেনথেরা লিও) 6. কুনাে ব্যাঙ— Bufo melanostictus (বুফো মেলানোস্টিকটাস) 7. চড়ুই— Passer domesticus (পাসার ডােমিস্টিকাস) 8. দোয়েল— Copsychus Saularis (কপসিকাম সােলারিম) 9. গােখরা সাপ— Naja naja (নাজা…
পত্র ফলক কাকে বলে?
পত্র ফলক কাকে বলে? পত্র বৃন্তের উপরে চ্যাপ্টা সবুজ অংশটি পত্র ফলক। বৃন্তশীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে সেটি মধ্যশিরা। এই মধ্যশিরা থেকে শিরা – উপশিরা উৎপন্ন হয়। ফলকের কিনারাকে পত্র কিনারা বলে।
অভিস্রবণিক চাপ কাকে বলে?
অভিস্রবণিক চাপ (Osmotic pressure) অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক অণুর অধিকতর ঘন দ্রবণে প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে হলে ঘন দ্রবণের দিক থেকে যে চাপ প্রয়োগ করতে হয় তাকে ঐ দ্রবণের অভিস্রবণিক চাপ বলে। দ্রবণ যত ঘন হবে অভিস্রবণিক চাপ ততো বেশি হবে।
কৈশিক জালিকা কি?
কৈশিক জালিকা কি? পেশি তন্তুতে অবস্থিত চুলের মতো অতি সূক্ষ্ম রক্তনালিই হলো কৈশিক জালিকা।
কোষের প্রকারভেদ
কোষের প্রকারভেদ সকল জীবকোষ এক রকম নয়। এদের মধ্যে পার্থক্য যেমন আছে তেমনি আছে আকৃতি ও কাজের পার্থক্য। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের। যথাঃ ক) আদি কোষ ও খ) প্রকৃত কোষ আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ (Prokaryotic Cell) এ ধরনের কোষে কোন সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এজন্য এদের আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়। এসব কোষের নিউক্লিয়াস কোন পর্দা…