ক্যাম্পাস
1 min read

র‍্যাঙ্কিংয়ের দিকে আমাদের কোনো অ্যাটেনশন নেই: ঢাবি উপাচার্য

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘র‍্যাঙ্কিংয়ের দিকে আমাদের কোনো অ্যাটেনশন নেই। আমরা চাচ্ছি, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও মৌলিক গবেষণার সম্প্রসারণ।’ ঢাবিতে আজ শনিবার ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে সামাজিক বিজ্ঞান ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ড. মো. আখতারুজ্জামান।

এ সময় ঢাবি উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে র‍্যাঙ্কিংয়ের পূর্বশর্তের যে মৌলিক প্যারামিটারগুলো আছে, যেমন—গবেষণা, বিদেশি শিক্ষক, বিদেশি শিক্ষার্থী, শিক্ষার সামগ্রিক পরিবেশ এবং শিক্ষার্থীদের জীবনমান, এ প্যারামিটারগুলো এখন আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন।’

এ সময় ঢাবি উপাচার্য বলেন, ‘যে প্যারামিটারগুলো অনুসরণ করে র‍্যাঙ্কিং করা হয়, সে প্যারামিটারগুলোর প্রতিফলন বা বাস্তবায়ন না ঘটিয়ে র‍্যাঙ্কিংয়ের প্রত্যাশা করাটা খুবই দুরূহ ব্যাপার।’

Rate this post