সরল গলগণ্ড কী?
সরল গলগণ্ড কী?
আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়াই হলো সরল গলগণ্ড।
সরল গলগণ্ড কী?
আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়াই হলো সরল গলগণ্ড।
কন্দ কি? পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড কন্দ জাতীয়। এদের কাণ্ডটি খুবই ক্ষুদ্র, গোলাকার ও উত্তল।
কাণ্ড কি? প্রধান মূলের সাথে লাগান মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও পর্ব মধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। কাণ্ড পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে।
টিস্যু কাকে বলে? বহুকোষী প্রাণিদেহে অনেক কোষ একত্রে কোনো বিশেষ কাজে নিয়োজিত থাকে। একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছুসংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ঐ কোষগুলো সমষ্টিগতভাবে টিস্যু (Tissue) বা তন্ত্র তৈরি করে। একটি টিস্যুর কোষগুলোর উৎপত্তি, কাজ এবং গঠন একই ধরনের হয়। টিস্যু নিয়ে…
ব্লাস্টেুলেশন কি? হাইড্রা বারবার বিভাজিত হয়ে ভ্রূণীয়দশায় পরিণত হওয়াকে মরুলা বলে। মরুলা থেকে ব্লাস্টুলা গঠনের প্রক্রিয়াকে ব্লাস্টুলেশন বলে।
শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলতে কি বোঝায়? সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়াতে শর্করা উৎপাদন করে। এ প্রক্রিয়ার বেশির ভাগই সবুজ পাতার ক্লোরোফিলে সংঘটিত হয়ে থাকে। সবুজ পাতার সংখ্যা যত কমে, শর্করা উৎপাদনও কম হয়। এ কারণেই পাতাকে শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলা হয়।
ট্রপিক চলন কাকে বলে? বাহ্যিক উদ্দীপকের প্রতিক্রিয়া হিসাবে উদ্ভিদের কোনও অংশের বাঁকানো বা চলাচলকে ট্রপিক চলন বলে। বহিঃউদ্দীপক উদ্ভিদদেহে যে উদ্দীপনার সৃষ্টি করে তার ফলে উদ্ভিদে চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে ট্রপিক চলন বলে। যেমনঃ আলোর প্রভাবে কাণ্ডের আলোর দিকে চলন ঘটে। ট্রপিক চলনের প্রকারভেদ ট্রপিক চলনকে পাঁচভাগে ভাগ করতে পারি। ফটোট্রপিক…