Similar Posts
জান্নাত কাকে বলে?
জান্নাত কাকে বলে? জান্নাত শব্দের অর্থ উদ্যান বা বাগান। ইহকালে সংক্ষিপ্ত জীবনের পর মুমিনের জন্য যে অনন্ত সুখময় চিরস্থায়ী আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলে জান্নাত। মুমিনগণ জান্নাতে তাঁদের পুণ্যবান পিতামাতা, স্ত্রী-পুত্র প্রভৃতি আত্মীয়স্বজনের সাথে মিলিত হবেন। তাঁরা জান্নাতের স্থায়ী নবজীবন লাভ করবেন।
ইসলামের ব্যবহারিক অর্থ কি?
ইসলামের ব্যবহারিক অর্থ কি? ইসলামের ব্যবহারিক অর্থ হলো আল্লাহর দেওয়া বিধান এবং রাসুল (সা.)-এর দেখানো পথে জীবন পরিচালনার জন্য নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করা।
হারাম কাকে বলে?
হারাম কাকে বলে? হারাম মানে হলো নিষিদ্ধ, মন্দ, অসংগত ইত্যাদি। ইসলামি পরিভাষায় আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল (স.) যেসব কাজ করতে বা যেসব বস্তু ব্যবহার করতে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন, সেসব কাজ বা বস্তুকে হারাম বলা হয়। Also Read: হালাল কাকে বলে?
তামাত্তু হজ্জকারীর উপর কয়টি তাওয়াফ ও কয়টি সাঈ ওয়াজিব?
প্রশ্ন : তামাত্তু হজ্জকারীর উপর কি হজ্জের জন্য তাওয়াফ ও সাঈ আছে? নাকি উমরার তাওয়াফ ও সাঈ তার জন্য যথেষ্ট? উত্তর: আলহামদু লিল্লাহ। তামাত্তু হজ্জকারীর উপর দুটো তাওয়াফ ও দুটো সাঈ আবশ্যক: উমরার একটি তাওয়াফ ও একটি সাঈ। হজ্জের জন্য একটি তাওয়াফ ও একটি সাঈ। এটাই জমহুর (অধিকাংশ) আলেমের মাযহাব। তাদের মধ্যে রয়েছেন: ইমাম মালেক, ইমাম শাফেয়ি,…
ইমাম কাকে বলে?
ইমাম কাকে বলে? যিনি সালাত পরিচালনা করেন, তিনিই ইমাম।
নামাযের সময় ইকামত কিভাবে দিতে হয় সঠিক নিয়ম
ইকামত কিভাবে দিতে হয় আমরা জানি নামাজের ওয়াক্ত শুরু হলে আযান দিতে হয়। আবার যখন সবাই জামাতে নামাজের জন্য দাঁড়ায় তখন ইকামত দেওয়া হয়। যারা সাধারণত ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় তারাই সাধারণত ইকামত দিয়ে থাকেন। যেহেতু মোয়াজ্জেন সাধারণত ইমাম সাহেবের পিছনে দাঁড়ান তাই মুয়াজ্জিন সাহেব সাধারণত ইকামত দিয়ে থাকেন। কিন্তু যদি কোনো কারণে নামাজে মুয়াজ্জিন…