Similar Posts
ব্রংকাইটিসে করণীয়
ব্রংকাইটিসে করণীয় পরিষ্কার পরিচ্ছন্ন ও খোলামেলা স্বাস্থ্যকর পরিবেশে বাস করতে হবে। তাকে সহনীয় উষ্ণতা ও শুষ্ক পরিবেশে থাকতে হবে। ধুলাবালি ও ধোঁয়াপূর্ণ পরিবেশে কাজ করা থেকে বিরত থাকতে হবে। তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুষ্টিকর তরল ও গরম খাবার খেতে হবে। যেমন- গরম দুধ, স্যুপ ইত্যাদি। ধূমপান, তামাক ইত্যাদি খাওয়া বন্ধ করতে হবে। ঠাণ্ডা যাতে…
অযৌন জনন কাকে বলে?
অযৌন জনন কাকে বলে? যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জননকোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয়, তাকে অযৌন জনন বলে।
দন্তমজ্জা কী?
দন্তমজ্জা কী? ডেন্টিনের ভিতরের ফাঁপা নরম অংশ হলো দন্তমজ্জা।
টেস্ট ক্রস কাকে বলে? | টেস্ট ক্রস মাত্রেই ব্যাক ক্রস কেন?
টেস্ট ক্রস কাকে বলে? কোনো জীব হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য ঐ জীবের সাথে একই বৈশিষ্ট্যের জিন উপাদান বিশিষ্ট প্রচ্ছন্ন অ্যালীল বহনকারী আরেকটি জীবের ক্রসকে টেস্ট ক্রস বলে। যেমন – AABB×aabb = AaBb(F1) অথবা AaBb × aabb টেস্ট ক্রস মাত্রেই ব্যাক ক্রস কেন? ব্যাক ক্রসে যখন প্রচ্ছন্ন জীব ব্যবহৃত হয় কেবল তখনই সেই ক্রসকে টেস্ট…
টক্সিক গলগণ্ড কাকে বলে?
টক্সিক গলগণ্ড কাকে বলে? অতিমাত্রায় থাইরক্সিন নামক হরমোন নিঃসরনের ফলে যে গলগণ্ড রোগ হয় তাই টক্সিক গলগণ্ড। এ রোগের লক্ষণগুলো হলো- হৃদস্পন্দন বৃদ্ধি, বুক ধড়ফড় করা, ক্ষধা বেড়ে যাওয়া ও অধিক ঘাম হওয়া। রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দ্বারা এ রোগ প্রতিরোধ করা যায়।
পলিজোম কাকে বলে?
পলিজোম কাকে বলে? mRNA অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে tRNA-র সহায়তায় প্রোটিন সংশ্লেষিত হয়। সংশ্লেষের সময় পরপর বেশ কয়েকটি রাইবোজোম mRNA-এর সঙ্গে সক্রিয় যুক্ত হলে এ অবস্থাকে পলিজোম বা পলিরাইবোজোম বলে।