Similar Posts
মেরুদণ্ডহীন প্রাণী কাকে বলে?
মেরুদণ্ডহীন প্রাণী (Invertebrata) কাকে বলে? যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তারাই মেরুদণ্ডহীন প্রাণী। যেমন – Musca domestica (মাছি), Metaphire posthuma (কেঁচো) ইত্যাদি।
বংশগতি কাকে বলে?
বংশগতি কাকে বলে? যে প্রক্রিয়ায় পিতা-মাতার আকার, আকৃতি, চেহারা, দেহের গঠন, প্রকৃতি, শরীরবৃত্ত, আচরণ ইত্যাদি নানাবিধ বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে তাদের সন্তান-সন্ততির দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। অন্যভাবে, বংশগতি হলো পিতামাতার কাছ থেকে তাদের সন্তানের মধ্যে জিনের মাধ্যমে বৈশিষ্ট্য অতিক্রম করার একটি উপায়। জিন বংশানুক্রমে প্রজাতির বৈশিষ্ট্য বজায় থাকে। ইংরেজিতে একটি প্রবাদ আছে…
প্লাজমোডেসমাটা কাকে বলে?
প্লাজমোডেসমাটা কাকে বলে? পাশাপাশি অবস্থিত কোষগুলো কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে প্রোটোপ্লাজমের সূতার মতো অংশ দিয়ে পরস্পর যুক্ত থাকে। এই সূতার মতো অংশই প্লাজমোডেসমা নামে পরিচিত। বহুবচনে প্লাজমোডেসমাটা বলে।
অগুচ্ছ মূল কাকে বলে?
অগুচ্ছ মূল কাকে বলে? এসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না বরং পরস্পর থেকে আলাদা থাকে। কেয়া গাছের ঠেশমূল, বটের ঝুরিমূল এর ধরনের অগুচ্ছ মূল।
বহিঃকঙ্কাল কাকে বলে?
বহিঃকঙ্কাল কাকে বলে? বহিঃকঙ্কাল বলতে কঙ্কালের বাইরের অংশগুলোকে বোঝায়। অর্থাৎ কঙ্কালের যে অংশগুলো বাইরে অবস্থান করে তাকে বলা হয় বহিঃকঙ্কাল। এদের মধ্যে রয়েছে নখ, চুল, লোম ইত্যাদি।
দ্বিপদ নামকরণ কাকে বলে? দ্বিপদ নামকরণ পদ্ধতি | কয়েকটি জীবের দ্বিপদ নাম
দ্বিপদ নামকরণ কাকে বলে? গণ ও প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে কোনো জীবের বৈজ্ঞানিক নামকরণই হলো দ্বিপদ নামকরণ। এই নামকে বৈজ্ঞানিক নামও বলা হয়। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত লিনিয়ান হায়ারর্কির সর্বনিম্ন দুটি ধাপ। অর্থাৎ গণ বা জেনাস এবং প্রজাতি বা স্পিসিস এই দুটি পদ ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে কোনো জীবের নির্দিষ্ট নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বা…