রক্ত সংবহন তন্ত্র কাকে বলে?

রক্ত সংবহন তন্ত্র কাকে বলে?

যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে। রক্তনালির মধ্য দিয়ে রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয়। এ তন্ত্রে প্রবাহিত রক্তের মাধ্যমে খাদ্য, পরিবাহিত হয়। ফলে দেহের সব কোষ সজীব এবং সক্রিয় থাকে।