Similar Posts
থাইরয়েড সমস্যা কি?
থাইরয়েড সমস্যা কি? থাইরয়েড হরমোনের ঘাটতি জনিত সমস্যাই হলো- থাইরয়েড সমস্যা। এ সমস্যার ফলে শিশুদের মানসিক বিকাশ বাধা পায়, চামড়া খসখসে ও চেহারা গোলাকার হয়ে যায়। গলগণ্ড ও একধরনের থাইরয়ের সমস্যা। আয়োডিনযুক্ত লবণ খাওয়া, সামুদ্রিক মাছ খাওয়া ইত্যাদির মাধ্যমে এ সমস্যা হতে পরিত্রাণ পাওয়া যায়।
লেন্টিসেল কি?
লেন্টিসেল কি? উদ্ভিদের গৌণ বৃদ্ধির ফলে কাণ্ডের বাকল ফেটে যে ছিদ্রের সৃষ্টি হয় তাই লেন্টিসেল।
সিলোমবিহীন প্রাণী কাকে বলে?
সিলোমবিহীন প্রাণী কাকে বলে? যে সকল প্রাণীর দেহে সিলোম থাকে না তাদের সিলোমবিহীন প্রাণী বলে। যেমন – Taenia solium (ফিতাকৃমি). Fasciola hepatica (যকৃত কৃমি) ইত্যাদি।
শ্রেণিকরণ বা শ্রেণিবিন্যাসকরণ কাকে বলে?
শ্রেণিকরণ বা শ্রেণিবিন্যাসকরণ কাকে বলে? সভ্যতার সূচনালগ্নে মানুষ বৈচিত্র্যময় জীবজগতের শ্রেণিবিন্যাসে সচেষ্ট হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাণিজগতের সমস্ত প্রাণীকে তাদের মধ্যকার পারস্পরিক স্বাভাবিক সম্পর্কের ও চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন স্তরে বা ধাপে পর্যায়ক্রমে বিন্যাস করাকেই শ্রেণিকরণ বা শ্রেণিবিন্যাসকরণ বলে।
লিউকোমিয়া কি?
লিউকোমিয়া কি? রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াই লিউকোমিয়া।
মাইটোসিসের গুরুত্ব
জীবদেহে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। সব বহুকোষী জীবই জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে। এই একটি কোষই বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণ জীবে…