অক্সিজেন কিভাবে ফুসফুস থেকে কোষে পৌঁছায়?
ফুসফুসের বায়ুথলি থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে। এর মধ্যে সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসে দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হয়। বেশিরভাগ অক্সিজেনই লোহিত রক্ত কণিকার মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়। রক্ত কৈশিক নালিকায় পৌছার পর অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন পৃথক হয়ে প্রথমে লোহিত কণিকার আবরণ ও পরে কৈশিকনালির প্রাচীরভেদ করে লসিকাতে প্রবেশ করে। অবশেষে লসিকা থেকে অক্সিজেন কোষ আবরণ ভেদ করে কোষে পৌছে।