নালিবিহীন গ্রন্থি কাকে বলে?

নালিবিহীন গ্রন্থি কাকে বলে?

মানবদেহে বা অন্যান্য প্রাণিদেহে যেসব গ্রন্থি হরমোন নিঃসরণ করে তাদের বলা হয় নালিবিহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি। হরমোন পরিবহনের জন্য এ সকল গ্রন্থিতে কোনো নালি থাকে না বলেই এদের নালিবিহীন গ্রন্থি বলা হয়ে থাকে। কোনো নালি না থাকায় হরমোন রক্তের মাধ্যমে কোষে পৌঁছে থাকে। নালিবিহীন গ্রন্থির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি হলো পিটুইটারি গ্রন্থি।

Similar Posts