Similar Posts
মানুষের কয় জোড়া লালাগ্রন্থি থাকে?
মানুষের কয় জোড়া লালাগ্রন্থি থাকে? মানুষের তিন জোড়া লালাগ্রন্থি থাকে।
টিস্যু কাকে বলে? তন্ত্র কাকে বলে? টিস্যুতত্ত্ব কাকে বলে?
টিস্যু কাকে বলে? বহুকোষী প্রাণিদেহে অনেক কোষ একত্রে কোনো বিশেষ কাজে নিয়োজিত থাকে। একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছুসংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ঐ কোষগুলো সমষ্টিগতভাবে টিস্যু (Tissue) বা তন্ত্র তৈরি করে। একটি টিস্যুর কোষগুলোর উৎপত্তি, কাজ এবং গঠন একই ধরনের হয়। টিস্যু নিয়ে…
বক্রচলন কি?
বক্রচলন কি? উন্নত শ্রেণির উদ্ভিদের অঙ্গগুলো নানাভাবে বেঁকে গিয়ে যে চলন ঘটে তাই বক্রচলন।
জনন কোষ কাকে বলে?
জনন কোষ কাকে বলে? যেসব কোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে জনন কাজে অংশ গ্রহণের জন্য গ্যামেট সৃষ্টি করে তাদের জনন কোষ বলে। পরাগধানীতে পরাগমাতৃকোষ এবং প্রাণীর ওভারির ডিম্বমাতৃকোষ ও টেস্টিসের শুক্রমাতৃকোষ জনন কোষের উদাহরণ। যৌন প্রজনন ও জনুঃক্রম দেখা যায়, এমন জীবে জননকোষ উৎপন্ন হয়। মিয়োসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়।…
আদর্শ রক্তচাপ কি? । আদর্শ রক্তচাপ কাকে বলে ? (Normal blood pressure)
আদর্শ রক্তচাপ: চিকিৎসকদের মতে, পরিণত বয়সে একজন মানুষের আদর্শ রক্তচাপ (Blood pressure) সাধারণত ১২০/৮০ মিলিমিটার মানের কাছাকাছি। রক্তচাপকে দুটি সংখ্যায় উল্লেখ করা হয়। প্রথমটি উচ্চমান এবং দ্বিতীয়টি নিম্নমান। রক্তের উচ্চ চাপকে সিস্টোলিক (Systolic) চাপ বলে যার আদর্শ মান ১২০ মিলিমিটারের নিচে। নিম্নচাপকে ডায়াস্টোলিক (Diastolic) চাপ বলে। এই চাপটির আদর্শ মান ৮০ মিলিমিটারের নিচে। এই চাপটি হৃৎপিণ্ডের…
অপ্রতিসম প্রাণী কাকে বলে?
অপ্রতিসম প্রাণী কাকে বলে? যখন কোনো প্রাণীর দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলো বিন্যাস এমনভাবে সজ্জিত থাকে যে, উক্ত প্রাণীটিকে তার কেন্দ্রবিন্দু বরাবর কোনো তলেই সমান দুই ভাগে বিভক্ত করা যায় না তাকে অপ্রতিসম প্রাণী বলে। যেমন- Amoeba proteus (অ্যামিবা), Spongilla fragilis (স্পঞ্জিলা) ইত্যাদি।