মানবদেহে পানির ভারসাম্য রক্ষা হয় বৃক্কের অসমোরেগুলেশনের মাধ্যমে। রেচন প্রক্রিয়ায় দেহ থেকে অতিরিক্ত পানি নিষ্কাশিত হলেও নেফ্রনের মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়ায় দেহে পানির সমতা বজায় থাকে। এক্ষেত্রে গ্লোমেরুলাসে পানি পরিস্রুত হয়।
জীববিজ্ঞান অধ্যায় – ৩ : কোষ বিভাজন শিকনফল- কোষ বিভাজন এবং তার প্রকারভেদ মাইটোসিস মিয়োসিস কোষের কোন অংশে ক্যারিওকাইনেসিস সংঘটিত হয়? কোষের নিউক্লিয়াসে ক্যারিওকাইনেসিস সংঘটিত হয়। মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলে কেন? মিয়োসিস কোষ বিভাজনের অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায় তাই এ ধরনের কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে। মিয়োসিস কোথায় ঘটে? জীবের জনন…
লিউকোসাইট কি? লিউকোসাইট হলো হিমোগ্লোবিন বিহীন এক নিউক্লিয়াসযুক্ত রক্তকণিকা যা দেহে প্রতিরক্ষার কাজ করে।
পরিবহন কলাতন্ত্র কি? উদ্ভিদের দেহে পরিবহনে নিয়োজিত জাইলেম ও ফ্লোয়েম কলাকে একত্রে পরিবহন কলাতন্ত্র বলে।
ব্লাড গ্রুপ কি? এন্টিজেন ও এন্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তের বিভিন্ন গ্রুপে শ্রেণি বিন্যাসই ব্লাড গ্রুপ।
প্লুরা কি? ফুসফুসের চারদিকে অবস্থিত পাতলা, স্বচ্ছ, দ্বিস্তর বিশিষ্ট আবরণই হলো প্লুরা।
অ্যানজিনা কি? হৃৎপিণ্ডের করোনারি ধমনিতে রক্ত চলাচল কমে যাওয়ার কারণে বুকে ব্যথা অনুভূত হওয়ার অবস্থাই হলো অ্যানজিনা।