Similar Posts
ক্যারিওকাইনেসিস কাকে বলে?
ক্যারিওকাইনেসিস কাকে বলে? কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস।
এককোষী বা অকোষীয় প্রাণী কাকে বলে?
এককোষী বা অকোষীয় প্রাণী কাকে বলে? যেসব প্রাণীর দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত তাদের এককোষী বা অকোষীয় (Unicellular or Acellular) প্রাণী বলে। উদাহরণ: Amoeba proteus (অ্যামিবা), Entomoeba histolytica (অ্যান্টামিবা) ইত্যাদি এককোষী প্রাণী। অনেক সময় এককোষী প্রাণীতেও একই ধরনের অনেকগুলো কোষ হালকাভাবে সংযুক্ত হয়ে উপনিবেশ গঠন করে। যেমন- Volvox aureus (ভলভক্স)।
কোষতত্ত্ব কি?
কোষতত্ত্ব কি? কোষ সম্পর্কিত বিভিন্ন তথ্যের সমন্বয়কে বলা হয় কোষতত্ত্ব।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে? | এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর প্রকারভেদ
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে? কোষের সাইটোপ্লাজমে বিস্তৃত ও একক ঝিল্লিবেষ্টিত জালিকাকার অঙ্গাণু যা একাধারে প্লাজমা মেমব্রেন ও নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে সংযোগ সৃষ্টি করে এবং সাইটোপ্লাজমকে অনিয়ত প্রকোষ্ঠে বিভক্ত করে অবস্থান করে, তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। অ্যালবার্ট ক্লড এবং কেইথ পোর্টার ১৯৪৫ খ্রিস্টাব্দে মুরগীর ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে এটি আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর আবরণীর গায়ে…
আবরণী কলা বা টিস্যু কাকে বলে? | আবরণী টিস্যুর কাজ | আবরণী টিস্যুর প্রকারভেদ
আবরণী কলা বা টিস্যু কাকে বলে? যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আবরণী টিস্যুর কোষগুলো ঘন সন্নিবেশিত এবং একটি ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে। এ প্রকার টিস্যুর মাতৃকা থাকে না। আবরণী টিস্যুর কাজ কোন অঙ্গের বা নালীর ভেতরের এবং বাইরের আবরণ তৈরি করে। ত্বকীয়…
ফ্লোয়েম ফাইবার বা তন্তু কাকে বলে?
স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। এগুলো একধরনের দীর্ঘ কোষ, যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে। এদের বাস্ট ফাইবারও বলে। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার। উদ্ভিদ অঙ্গের গৌণবৃদ্ধির সময় এ ফাইবার উৎপন্ন হয়। এসব কোষের প্রাচীরে কূপ দেখা যায়। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে…