Similar Posts
সুষম খাদ্য কাকে বলে?
সুষম খাদ্য কাকে বলে? যে সকল খাদ্যে সবকয়টি খাদ্য উপাদান (শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি) সঠিক অনুপাতে থাকে তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্য নির্বাচন এবং নিয়মিত আহার উন্নত জীবনের একটি পূর্বশর্ত। সুষম খাদ্য একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হিসেবে কাজ করে। সুষম খাদ্য
নটোকর্ড কি? নটোকর্ডের ভিত্তিতে প্রাণিজতকে কত ভাগে ভাগ করা হয়?
নটোকর্ডঃ কর্ডাটা পর্বের প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং খাদ্যনালির মধ্যবর্তী অঞ্চলে লম্বালম্বিভাবে অবস্থিত অস্থিময় দণ্ডকে নটোকর্ড বলে। সমস্ত কর্ডাটা (Chordata) পর্বভূক্ত প্রাণিদেহের পরিস্ফূরণ কালের কোনো না কোনো দশায় নটোকর্ড দেখা যায়। নটোকর্ডের উপস্থিতিতে প্রাণিজগতকে দুই ভাগে ভাগ করা হয়। যথা- ১. নন-কর্ডাটা (Non-chordata) : যে সকল প্রাণীল নটোকর্ড নেই তারাই নন-কর্ডাটা (Non-chordata)। যেমন- Periplaneta americana (তেলাপোকা), Pila globosa (আপেল শামুক) ইত্যাদি। ২….
উন্মুক্ত সংবহনতন্ত্র কাকে বলে?
উন্মুক্ত সংবহনতন্ত্র কাকে বলে? যে সংবহনতন্ত্রে রক্ত হৃৎপিণ্ড থেকে নালিকা পথে বের হয়ে পরে উন্মুক্ত দেহগহ্বরে প্রবেশ করে এবং দেহগহ্বর থেকে পুনরায় নালিকা পথে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে উন্মুক্ত সংবহনতন্ত্র বলে। অর্থাৎ রক্ত সর্বদা রক্তবাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হয় না। যেমন – চিংড়ি, ঘাসফড়িং, আরশোলা, মোলাস্কা ইত্যাদি।
গুচ্ছ মূল কাকে বলে?
গুচ্ছ মূল কাকে বলে? ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ করলে দেখা যাবে যে, কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে। এরা গুচ্ছমূল। ভ্রূণমূল নষ্ট হয়ে সে স্থান থেকেও গুচ্ছ মূল উৎপন্ন হতে পারে। যেমন – ধান, নারিকেল, সুপারি ইত্যাদি।
আরোহী মূল কি?
আরোহী মূল কি? যে মূল দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব থেকে উৎপন্ন হয়ে অন্য কোনো উদ্ভিদ বা অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদটিকে উপরে উঠতে সাহায্য করে তাই আরোহী মূল।
দ্বিনিষেক কাকে বলে?
দ্বিনিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদে নিষেকের সময় একটি পুংজনন কোষ ডিম্বানুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। অপর একটি পুংজননকোষ গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে সস্য কোষ সৃষ্টি করে। প্রায় একই সময়ে দুটি পুংজনন কোষের একটি ডিম্বাণু এবং অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। দ্বিনিষেক বলতে এই ঘটনাকেই বোঝানো হয়।