Similar Posts
হরমোন কাকে বলে? | হরমোন কত প্রকার ও কি কি?
হরমোন কাকে বলে? নালিবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে। একটু পরিষ্কার করে বলি, জীবদেহের এক বিশেষ ধরনের নালিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রস, যেহেতু নালি নেই তাই রক্তের মাধ্যমে প্রবাহিত হবে এবং দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করবে। আর এটাই হলো হরমোন। হরমোনের প্রকারভেদ মানবদেহে সর্বমোট ৫০টি হরমোন থাকে। আমার সবগুলো সম্পর্কে জানা নেই তবে…
পার্থেনোজেনেসিস কাকে বলে?
পার্থেনোজেনেসিস কাকে বলে? নিষেক ছাড়াই মাঝে মধ্যে কোনো কোনো উদ্ভিদ জননকোষ বিশেষ করে ডিম্বাণু ভ্রূণ গঠন করে নতুন উদ্ভিদের জন্ম দেয়। উদ্ভিদের স্ত্রীজননকোষ বা ডিম্বাণুর নিষেক ছাড়াই নতুন উদ্ভিদের জন্ম দেওয়াকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস বলে। যেমনঃ মৌমাছি, বোলতা, রটিফার ইত্যাদি প্রাণীদেহে এবং স্পাইরোগাইরা, মিউকর, ফার্ণ প্রভৃতি উদ্ভিদদেহে এ ধরনের জনন দেখা যায়। পার্থেনোজেনেসিস দু’প্রকার। যথাঃ…
কোষ চক্র কাকে বলে? (What is Cell Cycle)
মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রক্রিয়াটি শুরুর পূর্বেই নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমুলক কাজ সম্পন্ন করতে হয়। কোষের এই প্রস্তুতি পর্যায় (বিরাম-১, DNA replication ও বিরাম-২) এবং বিভাজন পর্যায়কে সমষ্টিগতভাবে কোষচক্র বলে। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক কোষচক্র পেশ করেন যা নিচে দেয়া হল। ক. কোষের প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজঃ এখানে সমগ্র কোষচক্রের ৯০-৯৫% সময় বের হয়।…
প্রত্যক্ষ বা সক্রিয় প্রতিরক্ষা কাকে বলে?
প্রত্যক্ষ বা সক্রিয় প্রতিরক্ষা কাকে বলে? কোনো অ্যান্টিজেন দেহে প্রবেশের পর দেহ অ্যান্টিবডি তৈরি করে অথবা ঘাতক কোষের মাধ্যমে অ্যান্টিজেনকে সরাসরি ধ্বংস করে যে প্রতিরক্ষা সৃষ্টি করে তাকে সক্রিয় বা প্রত্যক্ষ প্রতিরক্ষা বলে। এটি একটি দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এ ধরনের প্রতিরক্ষা ধীরে ধীরে অর্জিত হয়।
প্রতিবর্তী ক্রিয়াকে কেন ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করা যায় না?
প্রতিবর্তী ক্রিয়াকে কেন ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করা যায় না? যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা ও স্বয়ংক্রিয়তাকে বোঝায়। যেহেতু প্রতিবর্তী ক্রিয়াকে সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ক নয় এবং এই ক্রিয়া অতিদ্রুত সম্পন্ন হয়, তাই প্রতিবর্তী ক্রিয়াকে ইচ্ছা করলেও নিয়ন্ত্রণ করা…
রক্ত কি ও রক্তের উপাদান কি? রক্তের কাজ
রক্ত কি রক্ত কি এই বিষয়ে বলতে আমরা পারি, রক্ত হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী এক বিশেষ ধরনের তরল যোজক কলা যার সাহায্যে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল কোষে পুষ্টি, ভিটামিন,ইলেক্ট্রোলাইট, অক্সিজেন,হরমোন,অ্যান্টিবডি ইত্যাদি বহন করে নিয়ে যায় এবং কার্বন-ডাই-অক্সাইড ও বর্জ্য পদার্থ দেহ হতে বের করে দেয়। এটি লাল রঙের তরল যোজক কলা / টিস্যু । অজৈব…