Similar Posts
পিঁপড়ার খাদ্য সংগ্রহে হরমোনের ভূমিকা
পিঁপড়ার খাদ্য সংগ্রহে হরমোনের ভূমিকা পিঁপড়ার খাদ্য সংগ্রহে হরমোনের ভূমিকা পরিলক্ষিত হয়। কোনো পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে খাদ্য উৎস থেকে বাসায় আসার পথে এক ধরনের হরমোন নিঃসৃত করে যা ফেরোমন নামে পরিচিত। এই হরমোনের উপর নির্ভর করে অন্য পিঁপড়াগুলোও খাদ্য উৎসে যায় এবং খাদ্য সংগ্রহ করে বাসায় ফিরে আসে। এই হরমোনের জন্য পিঁপড়াগুলো একত্রে চলাচল…
কব্জা সন্ধি কাকে বলে?
কব্জা সন্ধি কাকে বলে? কব্জা যেমন দরজার পাল্লাকে কাঠামোর সাথে আটকে রাখে, সেরূপ কব্জার মতো সন্ধিকে কব্জা সন্ধি বলে। যেমন- হাতের কনুই, জানু এবং আঙুলগুলোতে এ ধরনের সন্ধি দেখা যায়। এসব সন্ধি কেবল মাত্র একদিকে নাড়ানো যায়।
হরমোন কী?
হরমোন কী? মানবদেহ ও বিভিন্ন প্রাণীর দেহ থেকে নিঃসৃত রস যা দেহের বিভিন্ন শারীবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাই হরমোন।
জীবনীশক্তি ও ATP-এর ভূমিকা
জীবনীশক্তি ও ATP-এর ভূমিকা জীবনীশক্তি বা জৈবশক্তি (bioenergy) বলতে আমরা ভিন্ন বা বিশেষ কোনাে শক্তিকে বুঝাই না। পদার্থবিজ্ঞানে শক্তির যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা থেকে, এটি আলাদা কিছু নয়, শুধু জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে এই নামে ডাকা হয় মাত্র। জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে, সংগৃহীত শক্তিকে একরূপ…
সালোক সংশ্লেষণ একটি জারণ-বিজারণ প্রক্রিয়া
সালোক সংশ্লেষণ একটি জারণ-বিজারণ প্রক্রিয়া সালোকসংশ্লেষণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। এ বিক্রিয়ায় পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বনডাই-অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। এ কারণে সালোকসংশ্লেষণকে জারণ-বিজারণ বিক্রিয়া বলে।
জীবনীশক্তি কী?
জীবনীশক্তি কী? জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিই হলো জীবনীশক্তি।