Similar Posts
সেক্সলিঙ্কড জিন কাকে বলে?
সেক্সলিঙ্কড জিন কাকে বলে? X ক্রোমোসোমে অবস্থিত বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনকে সেক্সলিঙ্কড জিন এবং এই জিনের বংশানুক্রমিক সঞ্চারণকে সেক্সলিঙ্কড জিন বলে।
মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণী কত প্রকার ও কি কি?
মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণী কত প্রকার ও কি কি? মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীজগতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- ১. মেরুদণ্ডহীন প্রাণী (Invertebrata): যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তারাই মেরুদণ্ডহীন প্রাণী। যেমন – Musca domestica (মাছি), Metaphire posthuma (কেঁচো) ইত্যাদি। ২. মেরুদণ্ডী প্রাণী (Vertebrata): যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বা ভার্টিব্রাটা (Vertebrata) বলে। যেমন – Naja naja (গোখরা), Bos indicus (গরু) ইত্যাদি।
বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাক কাকে বলে?
বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাক কাকে বলে? কোষের বাইরে খাদ্যবস্তুর পরিপাক প্রক্রিয়াকে বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাক বলে।
হৃৎপিন্ডকে সুস্থ রাখার উপায়
হৃৎপিন্ডকে সুস্থ রাখার উপায় হৃৎপিন্ড সুস্থ রাখার জন্য প্রয়োজন সঠিক জীবনধারা ও খাদ্য নির্বাচন। এক্ষেত্রে মেদ সৃষ্টিকারী খাদ্য এবং তেল, চর্বি, অতিরিক্ত শর্করা পরিহার করা আবশ্যক। সুষম খাদ্য গ্রহণ করে, প্রতিদিন পরিমিত ব্যায়াম এবং হাঁটা-চলার মাধ্যমেও হৃৎপিন্ড সুস্থ রাখা যায়।
ভ্রূণের অগ্রাংশের উদ্দীপনাকে কেন অভিকর্ষ উপলবদ্ধি বলা হয়?
ভ্রূণের অগ্রাংশের উদ্দীপনাকে কেন অভিকর্ষ উপলবদ্ধি বলা হয়? ভ্রূণমূলের অগ্রাংশের উদ্দীপনাকে অভিকর্ষ উপলব্ধি বলা হয় কারণ অভিকর্ষের টানে ভ্রূণমূলের কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয়। এই চাপ গিয়ে পড়ে পার্শ্বীয় কোষের প্রাচীরে। ফলে ভ্রূণমূলটিতে অভিকর্ষজ চলন দেখা যায় অর্থাৎ তা অভিকর্ষের টানে মাটির নিচে বাড়তে থাকে। তাই ভ্রূণমূলের অগ্রাংশের উদ্দীপনা বা মাটির নিচের চলনকে অভিকর্ষ…
মিশ্র গ্রন্থি কাকে বলে? মিশ্র গ্রন্থির বৈশিষ্ট্য, মিশ্র গ্রন্থির কাজ, অগ্ন্যাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় কেন?
মিশ্র গ্রন্থি কাকে বলে? যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা (হরমোন ক্ষরণকারী অংশ) এবং বহিঃক্ষরা (উৎসেচক ক্ষরণকারী অংশ) উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত, তাদের মিশ্র গ্রন্থি বলে। মিশ্র গ্রন্থির বৈশিষ্ট্য ১) অনাল বা বহিঃক্ষরা গ্রন্থি এবং অনাল বা অন্তঃক্ষরা গ্রন্থি যুক্ত হয়। ২) বহিঃক্ষরা অংশের ক্ষয় নালির মাধ্যমে ক্রিয়াস্থলে এবং অন্তঃক্ষরা অংশের ক্ষরণ রক্তের মাধ্যমে ক্রিয়াস্থলে পৌঁছায়। মিশ্র…