Similar Posts
প্রকৃত কোষ কাকে বলে? সুকেন্দ্রিক কোষ কাকে বলে?
প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ কাকে বলে? এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি (nuclear membrane) দিয়ে নিউক্লিও বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত। এসব কোষে রাইবোজোমসহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। ক্রোমোজোমে DNA, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে। অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়।
কাইল কি?
কাইল কি? ক্ষুদ্রান্ত্রে প্রায় পাচিত অর্ধ তরল খাদ্যকে কাইল বলে। এটি ক্ষারীয় মাধ্যমে হয়ে থাকে।
রেনাল করপাসল কাকে বলে?
রেনাল করপাসল কাকে বলে? রেনাল করপাসল বা মালপিজিয়ান অঙ্গ হলো নেফ্রনের একটি অংশ। রেনাল করপাসল দুটি অংশে বিভক্ত- গ্লোমেরুলাস ও বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে রাখে। বোম্যান্স ক্যাপসুল দ্বিস্তর বিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত অংশ। অন্যদিকে গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে পরিস্রুত তরল উৎপন্ন করে।
জিওপারসেপশান কাকে বলে?
জিওপারসেপশান কাকে বলে? জিওপারসেপশান বলতে উদ্ভিদমূলের ভূমিমুখী চলনকে বুঝায়। এটি একধরনের বক্রচলন। মহাকর্ষীয় বলের দিকে উদ্ভিদের অঙ্গের ভূমিমুখী চলন হলো জিওপারসেপশান বা গ্রাফিট্রপিসম।
ক্লাইটোরিস বা ভগাঙ্কুর কি?
লেবিয়া মেজোরার উপরের দিকে একটি ছোট মাংসপিণ্ড থাকে, যাকে ক্লাইটোরিস বা ভগাঙ্কুর বলে। এটি অত্যন্ত সংবেদনশীল। ইউরেথ্রার চারদিকে এবং ক্লাইটোরিসের উপরে কতকগুলো ক্ষুদ্র গ্রন্থি অবস্থান করে থাকে। লেবিয়া মাইনোরা-এর অন্তর্তলে বার্থোলিন এর গ্রন্থি নামে দুটি বড় গ্রন্থি উন্মুক্ত হয়েছে। Also Read: যোনি কি? রুগী কি? হাইমেন বা সতীচ্ছেদ কি?
ভ্যাকুওল কি?
ভ্যাকুওল কি? এগুলো সিস্টারনির কাছে অবস্থিত গোল থলির মতো অংশ। সিস্টারনির প্রাচীর চওড়া হয়ে ভ্যাকুওলের সৃষ্টি হয়।