ডায়াবেটিস রোগের লক্ষণ
ডায়াবেটিস রোগের লক্ষণ
- ঘন ঘন প্রস্রাব হওয়া।
- অধিক পিপাসা লাগা।
- ক্ষুধা বেড়ে যাওয়া।
- পর্যাপ্ত খাবার খাওয়া সত্ত্বেও দেহের ওজন কমতে থাকা।
- দুর্বলতা বোধ করা।
- চোখে কম দেখা।
- চামড়া খসখসে ও রুক্ষ হয়ে যাওয়া, ক্ষতস্থান সহজে শুকায় না।
ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কে? ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার।
অ্যালভিওলাস কি? অ্যালভিওলাস হলো ফুসফুসে অবস্থিত অসংখ্য বায়ুথলি বা বায়ুকোষ।
সেন্ট্রোসোম বলতে কি বুঝায়? প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার সেন্ট্রিওল সম্বলিত স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজমীয় গোলাকার বস্তুই হলো সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম প্রাণিকোষ বিভাজনে অংশ নেয়। এটি ক্রোমোসোমের গঠন ও চলনে সাহায্য করে। ১৮৮৭ সালে ভন বেন্ডেল সর্বপ্রথম প্রাণিকোষে এর অস্তিত্ব লক্ষ করেন।
খাদ্যক্যালরি কী? এক কিলোগ্রাম পানি ওজন ১ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ১ খাদ্য ক্যালরি বলে।
বৃক্ক বিকল কি? বৃক্ক বিকল একটি প্রচলিত সমস্যা সারা বিশ্বজুরে।বৃক্ক বা কিডনি এর কতগুলো কাজ রয়েছে। এটি আমাদের শরীরের তরলের ব্যবস্থাপনা করে, রক্তচাপের ব্যবস্থাপনা করে, রক্ত ব্যবস্থাপনা করে, শরীরের তাপমাত্রার ব্যবস্থাপনা করে এবং আমাদের শরীরের নানান গুরুত্বপূর্ণ কাজগুলো করে। আমরা যে জিনিসগুলো খাচ্ছি, তার যে বর্জ্য সেগুলো নিষ্কাশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃক্ক। এখন…
বংশগতি কাকে বলে? যে প্রক্রিয়ায় পিতা-মাতার আকার, আকৃতি, চেহারা, দেহের গঠন, প্রকৃতি, শরীরবৃত্ত, আচরণ ইত্যাদি নানাবিধ বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে তাদের সন্তান-সন্ততির দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। অন্যভাবে, বংশগতি হলো পিতামাতার কাছ থেকে তাদের সন্তানের মধ্যে জিনের মাধ্যমে বৈশিষ্ট্য অতিক্রম করার একটি উপায়। জিন বংশানুক্রমে প্রজাতির বৈশিষ্ট্য বজায় থাকে। ইংরেজিতে একটি প্রবাদ আছে…