Similar Posts
স্থায়ী টিস্যু কাকে বলে?
স্থায়ী টিস্যু কাকে বলে? ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে।
অস্টিওপোরেসিস কি?
অস্টিওপোরেসিস কি? অস্টিওপোরেসিস হলো ক্যালসিয়াম এর অভাবজনিত হাড়ের ভঙ্গুরতাজনিত একটি রোগ।
আকর্ষী কি?
আকর্ষী কি? সম্পূর্ণ পাতা, পাতার শীর্ষভাগ বা পত্রক অনেক সময় প্যাঁচানো স্প্রিংয়ের ন্যায় রূপ ধারণ করে তাকে আকর্ষী বলে। এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরতে পারে।
জিন প্রকৌশল
জিন প্রকৌশল একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলই হলো জিন প্রকৌশল। এই প্রকৌশলের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীব ও উদ্ভিদ তৈরি করা সম্ভব, যা মানব জীবনে বিশেষ ভূমিকা রাখে।
এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস কাকে বলে?
এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস কাকে বলে? জিনতত্ত্বের কোনো পরীক্ষায় যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য বিবেচনায় রেখে সংকরায়ণ বা ক্রস ঘটানো হয় তখন তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে। যেমন – বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খাটো মটরশুঁটি উদ্ভিদের মধ্যে ক্রস।
দলমণ্ডল কাকে বলে?
দলমণ্ডল কাকে বলে? বৃতির ভেতরের দ্বিতীয় স্তবকটিকে দলমণ্ডল বলে। এক একটি পাপড়িকে দলাংশ বলে। ফুলের এই স্তবকটি বিভিন্ন রঙের হয়। কোন কোন ফুলে বৃতি ও দলমণ্ডলে পার্থক্য করা যায় না তখন সেই স্তবককে পুষ্পপুট বলে। যেমনঃ রজনীগন্ধা, চাঁপা ইত্যাদি। এক্ষেত্রে পুষ্পপুট বা perianth এর অংশগুলিকে টেপাল বলা হয়।