Similar Posts
এপিস্ট্যাসিস কাকে বলে?
এপিস্ট্যাসিস কাকে বলে? বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনকে যখন অন্য একটি নন-অ্যালিলিক জিন অবদমন করে তখন বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনটি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। এ ঘটনাকে এপিস্ট্যাসিস বলে।
সিলোমবিহীন প্রাণী কাকে বলে?
সিলোমবিহীন প্রাণী কাকে বলে? যে সকল প্রাণীর দেহে সিলোম থাকে না তাদের সিলোমবিহীন প্রাণী বলে। যেমন – Taenia solium (ফিতাকৃমি). Fasciola hepatica (যকৃত কৃমি) ইত্যাদি।
মুখ গহ্বরে কোন খাদ্য উপাদানটি পরিপাক হয়?
মুখ গহ্বরে কোন খাদ্য উপাদানটি পরিপাক হয়? মুখগহ্বরে শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাক হয়ে থাকে। মুখগহ্বরের প্যারোটিড লালাগ্রন্থি থেকে লালা নিঃসৃত হয় এবং এ লালায় টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ নামক এনজাইম থাকে। এ এনজাইমটি শ্বেতসার জাতীয় খাদ্যকে পরিপাক করে মলটোজে পরিণত করে, যা পরবর্তীতে ক্ষুদ্রান্ত্রে গ্লুকোজে পরিণত হয়।
কো-এনজাইম কী? | এনজাইম কাকে বলে?
কো-এনজাইম কী? এনজাইমের প্রোসথেটিক গ্রুপটি কোন জৈব রাসায়নিক পদার্থ হলে সেই এনজাইমই হলো কো-এনজাইম। এনজাইম কাকে বলে? যে প্রোটিন জাতীয় পদার্থ জীবদেহে অল্পমাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়ার পর নিজেরা অপরিবর্তিত থাকে, তাকে এনজাইম বলে।
তরল যোজক টিস্যু কি? রক্ত কাকে বলে? লসিকা কাকে বলে?
তরল যোজক টিস্যু কি? তরল টিস্যুর মাতৃকা তরল। মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এই টিস্যুর প্রধান কাজ দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা এবং রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখা। তরল যোজক টিস্যু দুই ধরনের। যথাঃ রক্ত এবং লসিকা। রক্ত কাকে বলে? রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা,…
দ্বিস্তরী প্রাণী কি?
দ্বিস্তরী প্রাণী কি? যে সকল প্রাণীর ভ্রুণের কোষগুলো বহিঃস্তর (Ectoderm)) ও অন্তঃস্তর (Endoderm) নামক দুটি স্তরে সাজানো থাকে তাদেরকে দ্বিস্তরী প্রাণী বলে। যেমন- অরেলিয়া (Aurelia aurita)।