পজিটিভ ফটোট্রপিজম কাকে বলে?

পজিটিভ ফটোট্রপিজম কাকে বলে?

আলোর উপস্থিতিতে উদ্ভিদের কাণ্ডের ও শাখা প্রশাখার আলোর দিকে অথবা আলোর বিপরীত দিকে চলনই ফটোট্রপিজম চলন। এটি এক ধরনের বক্রচলন। সাধারণত উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখার আলোর দিকে এবং মূলের আলোর বিপরীত দিকে চলন ঘটে। কাণ্ডের আলোর দিকে চলনকে পজিটিভ ফটোট্রপিজম বলে।

Similar Posts