Similar Posts
মৌল বিপাক শক্তি কাকে বলে?
মৌল বিপাক শক্তি কাকে বলে? বিশ্রামাবস্থায় মানবদেহের বিভিন্ন পেশি সংকোচন প্রসারণে সার্বিক কাজ সাধিত হওয়ার ফলে যে শক্তি ব্যয় হয়, তাই মৌল বিপাক শক্তি।
গ্লোমেরুলাস কাকে বলে?
গ্লোমেরুলাস কাকে বলে? নেফ্রনের বোমান্স ক্যাপসুলের ভেতর একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি অঙ্গই হলো গ্লোমেরুলাস। রেনাল ধমনি থেকে সৃষ্ট অ্যাফারেন্ট আর্টারিওল ক্যাপসুলের ভেতর ঢুকে প্রায় ৫০টি কৈশিক নালিকা তৈরি করে। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকার সৃষ্টি করে। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে পরিস্রুত তরল উৎপন্ন করে।
সম প্রকটতা কাকে বলে?
সম প্রকটতা কাকে বলে? হেটারোজাইগাস অবস্থায় সমসংস্থ ক্রোমোসোমের একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের দুটি অ্যালিল-ই যখন প্রকট হয় অর্থাৎ উভয়ই সমভাবে তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে তখন এ ধরনের জিনকে যুগ্ম প্রকট জিন এবং ঘটনাকে সমপ্রকটতা বলে।
দ্বিস্তরী প্রাণী কি?
দ্বিস্তরী প্রাণী কি? যে সকল প্রাণীর ভ্রুণের কোষগুলো বহিঃস্তর (Ectoderm)) ও অন্তঃস্তর (Endoderm) নামক দুটি স্তরে সাজানো থাকে তাদেরকে দ্বিস্তরী প্রাণী বলে। যেমন- অরেলিয়া (Aurelia aurita)।
নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন?
নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন? নিউক্লিয়াস কোষের প্রধান অংশ। প্রতিটি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস কোষের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। সেজন্য নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়।
ক্রেবস চক্র কী?
ক্রেবস চক্র কী? ক্রেবস চক্র শ্বসনের একটি ধাপ যা ইংরেজ প্রাণ রসায়নবিদ Sir Hans Krebs আবিষ্কার করেন।