Similar Posts
ফটোলাইসিস কাকে বলে?
ফটোলাইসিস কাকে বলে? সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে।
সুষম খাদ্যের বৈশিষ্ট্যগুলো
বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য থাকবে। শর্করা, আমিষ ও চর্বি নির্দিষ্ট অনুপাতে পরিমাণ মতো থাকবে। প্রয়োজনীয় পরিমাণ পানি ও খনিজ লবণ থাকবে। সুষম খাদ্য অবশ্যই – সহজপাচ্য হবে।
নিষেক কি?
নিষেক কি? যৌন প্রজননে ডিম্বাণু ও শুক্রানুর মিলনকে বলা হয় নিষেক।
গুচ্ছ মূল কাকে বলে?
গুচ্ছ মূল কাকে বলে? ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ করলে দেখা যাবে যে, কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে। এরা গুচ্ছমূল। ভ্রূণমূল নষ্ট হয়ে সে স্থান থেকেও গুচ্ছ মূল উৎপন্ন হতে পারে। যেমন – ধান, নারিকেল, সুপারি ইত্যাদি।
রক্ত কি? রক্তের উপাদান ও কাজ
মানবদেহের স্বাস্থ্য ও জীবন রক্ষার জন্য রক্ত অপরিহার্য। এটির পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ সহ অনেকগুলি কাজ রয়েছে। রক্তের প্রধান চারটি উপাদান হল লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, রক্তরস এবং অনুচক্রিকা। রক্ত সাধারণত প্রানী দেহের কোষ এবং অঙ্গগুলিতে প্রয়োজনীয় পদার্থ, যেমন শর্করা, অক্সিজেন এবং হরমোন সরবরাহ করে এবং কোষ থেকে বর্জ্য অপসারণ করে। এই আর্টিকেলে, রক্ত কি, রক্তের প্রধান উপাদান…
পিটুইটারী গ্রন্থিকে প্রধান গ্রন্থি বলা হয় কেন?
পিটুইটারী গ্রন্থিকে প্রধান গ্রন্থি বলা হয় কেন? উন্নত প্রাণিদের অগ্রমস্তিষ্কে অবস্থিত সকল গ্রন্থি নিয়ন্ত্রণকারী ক্ষুদ্র গ্রন্থিটি হলো পিটুইটারী গ্রন্থি। পিটুইটারী গ্রন্থি কর্তৃক নিঃসৃত হরমোনের সংখ্যা অনেক। এরা অন্যান্য হরমোন নিঃস্রাবী গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। এজন্য পিটুইটারী গ্রন্থিকে প্রধান গ্রন্থি বলা হয়।