স্নায়ুতাড়না কি?
স্নায়ুতাড়না কি?
পরিবেশ থেকে যে সংবাদ স্নায়ুর ভিতর দিয়ে তরঙ্গাকারে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে তাই হলো স্নায়ুতাড়না।
পরিবেশ থেকে যে সংবাদ স্নায়ুর ভিতর দিয়ে তরঙ্গাকারে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে তাই হলো স্নায়ুতাড়না।
ফুসফুসের ক্যান্সারের লক্ষণ ফুসফুস ক্যান্সারের প্রাথমিক অবস্থায় দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি ও বুকে ব্যথা হয়। ভগ্নস্বর, ওজন হ্রাস হয় ও ক্ষধামন্দা দেখা দেয়। হাঁপানী, ঘনঘন জ্বর হয়। বারবার নিউমোনিয়া বা ব্রংকাইটিস দ্বারা সংক্রমণ ঘটে। হাড়ে ব্যথা অনুভূত হয়। দুর্বলতা ও জন্ডিস দেখা দেয় গ্রন্থি অবশ হয়ে যায়।
গাজরাকৃতি মূল কি? যে মূলের উপরের দিক মোটা এবং নিচের দিকে ক্রমশ সরু হয়ে যায় তাই গাজরাকৃতি মূল।
সাপ্লিমেন্টারি প্রোটিন কি? বিভিন্ন প্রোটিনের সংমিশ্রণে তৈরি প্রোটিনই হলো সাপ্লিমেন্টারি প্রোটিন।
সক্রিয় শোষণ কাকে বলে? এ শোষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বিপাকীয় শক্তি ব্যবহার করে। বিজ্ঞানীরা অনেকে মনে করেন যে খনিজ লবণের আয়নগুলো এ প্রক্রিয়ায় বিভিন্ন পরিবাহকের মাধ্যমে উদ্ভিদ কোষে প্রবেশ করে। পরিবাহকগুলো ধনাত্মক এবং ঋণাত্মক আধানযুক্ত। সাইটোক্রোম এবং ফসফরাসযুক্ত নাইট্রোজেন যৌগসমূহ আয়নের পরিবাহক হিসেবে কাজ করে। আধানযুক্ত এসব বাহক কেবল বিপরীত আধানযুক্ত আয়নই বহন করতে পারে। পর্যায়ক্রমে…
পৃষ্ঠদেশ কি? প্রাণিদেহের উপরিতলকে পৃষ্ঠদেশ বলে। এটি সাধারণত ভূমিসংলগ্ন প্রান্তের বিপরীত দিকে হয়ে থাকে।
বাস্তুতান্ত্রিক বা বাসস্থলগত বৈচিত্র্য কাকে বলে? একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রকার বাসস্থল লক্ষ করা যায়। কারণ, প্রাকৃতিক পরিবেশে উপাদানের পরির্তনের ফলে প্রকৃতিতে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রের সৃষ্টি হয়েছে। যেমন – স্থলজ ও জলজ বাস্তুতন্ত্র। এই স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে আবার বিভিন্ন ধরনের বৃহৎ ও ক্ষুদ্র বাস্তুতন্ত্রের উপস্থিতি রয়েছে। যেমন – অরণ্য, মরুভূমি ও তৃণভূমির বাস্তুতন্ত্র। আবার জলজ…